কালার ইনসাইড

ঢাকার মঞ্চে ইতালিয়ান নাট্যকারের নাটক


প্রকাশ: 10/02/2024


Thumbnail

‘প্যারাবোলা’ নামে মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে বাতিঘর থিয়েটার। নাটকটি নোবেল বিজয়ী ইতালিয়ান নাট্যকার দারিও ফো’র বহুল আলোচিত নাটক ‘অ্যাকসিডেন্টাল ডেথ অব এন এনার্কিস্ট’ অবলম্বনে। এরইমধ্যে এটি প্রায় চল্লিশটিরও বেশি দেশে নাটকটি মঞ্চায়িত হয়েছে।

বাংলায় এর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল।

আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিনদিন মঞ্চস্থ হবে রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।

জানা যায়, ইতালিতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে। পিন্নেলি নামক এক রেল শ্রমিককে মিলানের পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে রেল স্টেশনে বোমা হামলার জন্য অভিযুক্ত করেছিল

জিজ্ঞাসাবাদের সময় পিন্নেলি রহস্যজনকভাবে পুলিশ সদর দপ্তরের চতুর্থ তলা থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করেন। এই নাটকে সম্মানিত দর্শকবৃন্দ কৌতুকী ক্রোধের শক্তির অনবদ্য মহড়া প্রত্যক্ষ করবেন।

‘প্যারাবোলা’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় ক রছেন, মুক্তনীল, খালিদ হাসান রুমী, ফয়সাল মাহমুদ, সামি দোহা, তাজিম আহমেদ, শিশির সরকার, স্মরণ বিশ্বাস, শৈবাল সান্যাল, বিজয় বনিক, শিশির সরকার, তাজিম আহমেদ, সোহানুর রহমান, রুম্মাণ শারু, নাদিয়া হক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭