ইনসাইড বাংলাদেশ

ইজতেমার দ্বিতীয় পর্ব, আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ভিড়


প্রকাশ: 11/02/2024


Thumbnail

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে আসছেন মুসল্লিরা। রোববার, ১১ ফেব্রুয়ারি ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। অনেকেই মধ্য রাতে রওনা হয়ে ফজর নামাজে অংশ নিয়েছেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে রাত ১২টায় যশোর থেকে রওনা দিয়েছেন রফিক উল্লাহ। ভোর ৫টার দিকে তিনি বিশ্ব ইজতেমার ময়দানে এসে পৌঁচ্ছান। 

তিনি বলেন, ইচ্ছা থাকা সত্ত্বে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে পারিনি। তাই দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে রাতেই রওনা দিয়ে ভোরে এসে পৌঁছেছি।

সাভার থেকে এসেছেন অমিনুল আহমেদ। বললেন, আমরা ২০ জন একসঙ্গে ভোরে ইজতেমা ময়দানে এসেছি। লাখ মুসল্লির সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা চাইবো।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে আসা আরো বেশ কয়েকজন মুসল্লি বলেন, ইজতেমা ময়দানে লাখ লাখ মানুষের সঙ্গে আখেরি মোনাজাতে অংশ নেবেন তারা। আল্লাহ কাছে নিজের দোষ গুণের ক্ষমা চাইবেন। হয়তো আল্লাহ তার কোনো বান্দার উছিলায় পাপ মুক্তি করতে পারেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭