কালার ইনসাইড

রুবেল ভাইকে দেখে মনে হয় ঘুমিয়ে আছেন : সুষমা সরকার


প্রকাশ: 11/02/2024


Thumbnail

সম্প্রতি মারা গেছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। মৃত্যুর আগে একটি সিনেমার বিশেষ প্রদর্শনীতে যোগ দেয়ার কথা ছিল তার। তবে প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের সঙ্গে কাজের স্মৃতি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন অভিনেত্রী সুষমা সরকার।

তিনি বলেন, ‘আমি প্রদর্শনীতে এসে নুরুল আলম আতিক ভাইকে ফোন দেই। তখন আমি তাকে বলি আপনি কই? আতিক ভাই বলেন আমি একটু হসপিটালে, রুবেল একটু অসুস্থ। তখন আমি ভাবলাম আমরা তো অনেক রাত জাগি, আমাদের লাইফস্টাইলটাই এমন। আমরা চাইলেও নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলতে পারি না। আমি ভেবেছি তিনি হয়তো একটু স্ট্রেসের মধ্যে আছে, হয়তো একটু ঝামেলা গেছে-এমনই কিছু ভেবেছিলাম। 

আমি যখন শো-তে এসেছি, তখন খুব ভালো লাগছিল। আমি জাস্ট উড়ছিলাম। কিন্তু যখন শুনলাম রুবেল ভাই আর নাই, তখন আমি কয়েক সেকেন্ড থমকে গেছি। রুবেল ভাই নাই মানে কী! পরে ঘটনাটি ব্যোম বাস্টিংয়ের মতো ছড়িয়ে গেল রুবেল ভাই আর নাই।

তখন আমি বুঝতে পারছিলাম না যে কি হতে যাচ্ছে, কী হবে। এখানে এতোগুলো মানুষ এসেছে। তারপর আমি রুবেল ভাইকে দেখতে ওখানে (হাসপাতাল) যাই। রুবেল ভাইকে যখন দেখলাম, তখন মনে হলো রুবেল ভাই ঘুমিয়ে আছেন। এখন ডাকলেই মনে হয় রুবেল ভাই উঠবেন। 

রুবেল ভাই একটু সময় পেলেই সেটে ঘুমিয়ে যেতেন। রুবেল ভাই বলতেন আমি একটু ঘুমাই। তারপর তাকে ডেকে বলতে হতো রুবেল ভাই শট-শট’।  

অভিনেত্রী সুষমা সরকার আরও বলেন, যখন রুবেল ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়, তখন রুবেল ভাইকে আমি একটা কথাই বলতাম-রুবেল ভাই এতো ভালো কাজ করেন। এত ভালো একজন অভিনেতা, এতো পাওয়ারফুল অভিনেতা আপনি। আপনাকে পাই না কেন? এত ভালো কাজ হচ্ছে ওডিটিতে। এখনতো ওডিটি ভালো পারফর্মারদের খুঁজছে, আপনাকে কেন পাই না। তখন রুবেল ভাই একটা কথাই বলেছিলেন যে, আমাকে তো কেউ খোঁজে না।

প্রসঙ্গত, অভিনেতা আহমেদ রুবেল কর্মজীবন শুরু করেন সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ দলের মাধ্যমে। পরবর্তীতে তিনি বাণিজ্যিক সিনেমাসহ মোট ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেন। তারপর তিনি চলচ্চিত্র শিল্প ছেড়ে টেলিভিশন নাটকে অভিনয় করা শুরু করেন এবং সফল হন। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’।

এরপর তিনি হুমায়ূন আহমেদের ইদ নাটক ‘পোকা’-তে অভিনয় করেন, যেখানে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

এরপর একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করেন। ‘প্রেত’ নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর পরিচালক আহির আলম। এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায় অভিনয় করেন।

মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় (চলচ্চিত্রে) পা রাখেন। পরে তিনি অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’ ও ‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায়।

অভিনেতা আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তার মাতুলালয় (নানির বাড়ি)। পিতা-মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে, বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭