ইনসাইড গ্রাউন্ড

ক্যান্সারজয়ী হালারের গোলে আফ্রিকার চ্যাম্পিয়ন আইভরি কোস্ট


প্রকাশ: 12/02/2024


Thumbnail

ক্যানসারের কারণে যার জীবন নিয়ে টানাপোড়ন লেগেছিলো, আজ সেই মানুষটাই হলেন আফ্রিকান ফুটবলের রাজা। বলছিলাম মাত্র দুই বছর আগের ক্যানসারের সঙ্গে জীবযুদ্ধে লড়া আইভরি কোস্টের সেবস্টিয়ান হালারের কথা।

প্রতিভাবান এই ফুটবলারকে অনেক আশা নিয়ে দলে নিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। তবে ক্যানসারের কারণে হঠাৎ করেই থমকে যায় সবকিছু। মাঠে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে জানা হালার হাল ছাড়েননি ক্যানসারেও। মানসিকভাবে দৃঢ় থেকে ক্যানসারকে জয় করে ফিরেছেন মাঠে। ফেরার পর প্রথম ম্যাচে গোলও পেয়েছিলেন তিনি। এবার সেবাস্টিয়ান হালার হয়তো পেয়ে গেলেন নিজের সবচেয়ে বড় সাফল্য। নিজ দেশ আইভরি কোস্টকে এনে দিয়েছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্ব।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ২টায় আবিদজানের আলাসানে আউত্তারা স্টেডিয়ামে নেশনস কাপের ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আইভরি কোস্ট।

ঘরের মাঠে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে স্বাগতিকরা। নাইজেরিয়ার পোস্টে ৮টি শট নিলেও একটির বেশি লক্ষে রাখতে পারেনি আইভরি কোস্ট।

পক্ষান্তরে একটির বেশি গোল পোস্টে শট নিতে পারেনি সুপার ঈগলরা। ম্যাচের প্রথম গোলের দেখা পায় নাইজেরিয়া। ৩৮ মিনিটে কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন অধিনায়ক ট্রোস্ট-ইকং। পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ মরিয়া হয়ে ওঠে আইভরি কোস্ট। একের পর এক আক্রমণে নাইজেরিয়ার রক্ষণভাগ ব্যস্ত রাখেন হালার-আদিনগ্রারা। সেই ধারাবাহিকতায় ৬২ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা।

কর্নার থেকে হেডে দুর্দান্ত গোল করে ব্যাবধান ১-১ করেন আল নাসর মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসিয়ে। ৮১ মিনিটে স্টেডিয়াম ভর্তি দর্শকদের উল্লাসে মাতিয়ে আইভরি কোস্টের পক্ষে জয়সূচক গোলটি করেন হালার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭