ওয়ার্ল্ড ইনসাইড

ভোটের আগে টিকটকে যোগ দিলেন বাইডেন


প্রকাশ: 12/02/2024


Thumbnail

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এমন একসময়ে এই প্ল্যাটফরমটিতে অ্যাকাউন্ট খুললেন, যখন ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময়।   

তবে আসন্ন নির্বাচন সামনে রেখে প্রচারণার হাতিয়ার হিসেবে কাজে লাগাতে টিকটকেই আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টিকটকে খোলা বাইডেনের অ্যাকাউন্টের নাম @বাইডেনএইচকিউ ক্যাম্পেইন। 

স্থানীয় সময় রবিবার ২৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্টের মাধ্যমে টিকটকে আত্মপ্রকাশ করেন বাইডেন। নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা প্রথম ভিডিওতে বাইডেন রাজনীতি ও এনএফএল চ্যাম্পিয়নশিপ খেলার মতো বিষয় নিয়ে রসিকতা করেছেন।

টিকটক চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন।  যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকার নিরাপত্তার কারণে সরকারি ডিভাইসে টিকটক অ্যাপ নিষিদ্ধ করেছে।

সূত্র: সিএনবিসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭