ইনসাইড বাংলাদেশ

শহীদ বুদ্ধিজীবীর তালিকায় কিশোরগঞ্জের শামসুদ্দীন আহমেদ


প্রকাশ: 12/02/2024


Thumbnail

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীর'র তালিকায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার শহীদ বুদ্ধিজীবী শামসুদ্দীন আহমেদ এর নাম অন্তর্ভুক্ত হয়েছে।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করেছে। এ তালিকার তৃতীয় পর্বে গেজেট ৪২৭, ক্রমিক নং ৯২ এ শহীদ বুদ্ধিজীবী শামসুদ্দীন এর নাম অন্তর্ভুক্ত হয়েছে।

 

জানা যায়, প্রথম জীবনে তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন শহীদ বুদ্ধিজীবী শামসুদ্দীন আহমেদ।১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান সুপিরিয়র্স সার্ভিসে কুমিল্লার ডেপুটি মেজিস্ট্রেট হিসাবে যোগ দেন।

 

তারপর ঢাকা অতঃপর রাজশাহীতে পোষ্টিং হয় সহকারী সেটেলমেন্ট অফিসার হিসাবে। তখন মুক্তিযুদ্ধ। তানোর থানায় সংগ্রাম পরিষদের মিটিং'এ যাওয়ার পথে পাক বাহিনীদের দ্বারা গ্রেফতার হয় তিনি।তারপর আর খোঁজ মিলেনি তার।

 

পরবর্তীতে ১৯৭২ সালে কেবিনেট এফেয়ারস মন্ত্রনালয় পরিবারকে কোনডোলেন্স জানিয়ে শামসুদ্দীন আহমেদ শহীদ হওয়ার বিষয় গেজেটের মাধ্যমে প্রকাশ করেন।

 

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শামসুদ্দীন আহমেদ এর সন্তান ক্যাপ্টেন সালাহ উদ্দিন আহমেদ সেলু জানান,সুদীর্ঘ ৫৩ বছর অপেক্ষার পর প্রকৃত স্বাধীনতা এলো পরিবারে।আজকের দিনটার জন্য আম্মা অনেক পরিশ্রম করে গেল।৫২ বছর পর স্বীকৃতি, এ এক বিরল অভিজ্ঞতা।সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭