ওয়ার্ল্ড ইনসাইড

অবশেষে জোট সরকার গঠনে ইমরানের সম্মতি


প্রকাশ: 13/02/2024


Thumbnail

পাকিস্তানের নির্বাচন শেষে এখন জোট সরকার গঠন করার খেলা জমে উঠেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন ঘোষণা নিয়ে আসছে বড় দলগুলো। এবার নতুন একটি ঘোষণা দিলো দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই।

পিটিআই দল ঘোষণা করেছে যে তারা কেন্দ্র ও পাঞ্জাবে মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম) নামে একটি দলের সঙ্গে জোট গঠন করে সরকারে আসবে। এছাড়াও, খাইবার পাখতুনখোয়া প্রদেশে তারা জামায়াত-ই-ইসলামির সঙ্গে জোট গঠন করবেন। পিটিআইর মুখপাত্র রওফ হাসান জানিয়েছেন যে, ইমরান খানের দল কেন্দ্র ও পাঞ্জাবে এমডব্লিউএমের সঙ্গে সরকার গঠনের জন্য তাদের অনুমতি দেন।

প্রার্থীদের অনুমতি প্রাপ্ত হওয়ার মাধ্যমে ইমরান খানের বার্তা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, নির্বাচনে যারা জিতেছে তাদেরই সরকার গঠনের অধিকার রয়েছে।

তবে, এমডব্লিউএম বা জামায়াত-ই-ইসলামি জোট গঠনে সংক্ষেপে কোনো তথ্য উপলব্ধ নেই। এছাড়াও, নিউজ রিপোর্টে উল্লিখিত না হওয়ার কারণে তাদের দু'দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই জটিল পরিস্থিতিতে জোট গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭