ওয়ার্ল্ড ইনসাইড

প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা ছেড়ে দিলেন বিলাওয়াল!


প্রকাশ: 13/02/2024


Thumbnail

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা থেকে সরে এসেছেন। 

তিনি বলেছেন যে, পাকিস্তান পিপলস পার্টি কেন্দ্রীয় সরকারের অংশ হবে না, তবে তারা পিএমডব্লিএমকে নির্বাচনে সাহায্য করবেন। পাকিস্তানে এবারের নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজ একত্রে চলার আলোচনা চলছে, তবে কেন্দ্রীয় সরকারে এরা অংশ নেবেন না। 

এছাড়াও, বিদেশিদের চাপে গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের অনিয়মের তদন্ত করবে না পাকিস্তান সরকার। দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এ কথা জানিয়েছেন।

এ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, পাকিস্তান কি যুক্তরাষ্ট্রকে ক্যাপিটল হিল দাঙ্গার তদন্ত করতে বলেছিল? পাকিস্তানের সরকারপ্রধানের উত্তরে বলা হয়েছে যে, পাকিস্তান একটি সার্বভৌম রাষ্ট্র এবং কোনও চাপের কাছে মাথা নত করবে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭