কালার ইনসাইড

শাকিবকে নিয়ে কি লিখলেন অপু?


প্রকাশ: 14/02/2024


Thumbnail

চলতি বছরটা সিনেমা মুক্তি দিয়েই শুর করেছেন অপু বিশ্বাস। দুটি সিনেমা দিয়ে বছর শুরু করে বেশ উচ্ছাসিত তিনি। গত শনিবার (১০ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে তার ‘ট্র্যাপ : দ্য আনটোল্ড স্টোরি’। আগামী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মুক্তি পেতে পাচ্ছে অপু বিশ্বাসের আরেক সিনেমা ‘ছায়াবৃক্ষ’।

সামাজিক যোগাযোগমাধ্যেমে অপু বিশ্বাস লিখেছেন, ‘একটা সময় এক ঈদে আমার ৫টি সিনেমাও মুক্তি পেয়েছে। কাজ শুরুর পর থেকে মাসে দু-তিনটা সিনেমা মুক্তি পেত। মাঝে কাজে একটু অনিয়মিত ছিলাম। যার কারণে ধারাবাহিকতা রাখতে পারিনি। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হয়েছি, এখন দম ফেলার সময় পাচ্ছি না।’

নিজেকে আবারও পর্দায় দেখা যাবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে আগের সোনালি দিন ফিরে পাচ্ছে। সবকিছুই সুন্দর হচ্ছে।’

অভিনেত্রী বলেন, ‘রাতারাতি কিছু হয় না, তার জন্য অপেক্ষা করতে হয়। আর ভালো কাজের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। আজ থেকে তিন-চার বছর আগে এমনও শুনতে হয়েছে আমি আর সিনেমায় ফিরতে পারব না। আপনাদের দোয়ায় কাজে ফিরেছি। বর্তমানে ব্যক্তির কাজের জায়গা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি ভালো চলছে প্রডাকশন হাউসও। এ ছাড়া নতুন একটা ব্যবসা শুরু করেছি। অভিনেত্রী হিসেবেও কাজ করছি। সব মিলিয়ে আমি ব্যস্ত সময় পার করছি।’

শাকিব খান প্রসঙ্গে অপু লিখেছেন, ‘প্রতিনিয়ত এই নায়ক নিজেকে ভাঙছেন। যুগে যুগে এমন একজন হার্টথ্রব তৈরি হয়। হার্টথ্রবের জন্য সত্যিই যুগ লাগে। সেই সময়টা আর আসবে না, সেটা বলব না।’

তিনি আরও বলেন, ‘তবে শাকিব খান তো কাউকে আটকে রাখেনি। সে অন্য শিল্পীদের যেভাবে সুযোগ দেয়, অন্যরা যদি তার অবস্থানে থাকত কখনোই সেই সুযোগ দিত না এবং মেপে কথা বলত না। শাকিব খান বুঝেশুনে কথা বলে। প্রতিটি মানুষ তার যোগ্যতা দিয়ে আসবে। সে (শাকিব) তার যোগ্যতা দিয়ে আজকের অবস্থানে এসেছে এবং নিজেকে প্রমাণ করেছে। সে প্রতিনিয়ত প্রশংসিত কাজ উপহার দিচ্ছে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭