ইনসাইড গ্রাউন্ড

তামিমের ছক্কার সেঞ্চুরি


প্রকাশ: 14/02/2024


Thumbnail

ইতোমধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। তবে এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগের চলমান দশম আসরে এসে আরও একটি রেকর্ডের তালিকায় নাম লেখালেন দেশ সেরা এই ওপেনার।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০তম ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন এবারের ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪৫ বলে ৭১ রানের ইনিংসে ৪টি ছক্কা মেরে তিন অঙ্কের সেই সংখ্যা স্পর্শ করেন তিনি।

তামিম এবারের বিপিএল শুরু করেছিলেন ৯৩ ছক্কা নিয়ে। প্রথম ৮ ম্যাচে ৬ ছক্কা মেরে সংখ্যাটাকে ৯৯-এ নিয়ে যান এই বাঁহাতি ওপেনার।

বিপিএল ইতিহাসে ছক্কায় তামিমের ওপরে আছেন কেবল ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। বিপিএলে গেইল ছক্কা মেরেছেন ১৪৩টি, সেটিও মাত্র ৫২ ইনিংসে। ১০০ ছক্কা পেতে তামিমকে খেলতে হলো ৯৭ ইনিংস।

বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৯৭টি ছক্কা যৌথভাবে ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের। ইমরুলের কুমিল্লার ম্যাচ আছে আজ, তামিমের বরিশাল-সতীর্থ মুশফিক অবশ্য আজ ১ রান করেই আউট হয়ে গেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭