কালার ইনসাইড

হতাশ শোবিজের তারকারা


প্রকাশ: 14/02/2024


Thumbnail

এবার এক ডজনেরও বেশি শোবিজের তারকা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা বেশ ঘটা করে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। হিসেব নিয়ে দেখা যায় যে শোবিজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা অন্তত ২৭ জন নারী এবার সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু আওয়ামী লীগ আজ যে মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছে, যাদেরকে মনোনীত করেছে সেই তালিকায় শোবিজের কোন তারকা নেই। একমাত্র তারানা হালিমের নাম সেখানে আছে। কিন্তু তারানা হালিম শোবিজের তারকার চেয়ে বেশি রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। 

ধারণা করা হয়েছিল যে, শোবিজের অন্তত একজনকে হয়তো নেওয়া হবে। যেমনটি নেওয়া হয়েছিল গত বছর। সে বার সুবর্না মোস্তফা রাজনৈতিক গণ্ডির বাইরে থেকে এসে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। কিন্তু সংসদ সদস্য হিসেবে তিনি তেমন কোন ভূমিকাই পালন করতে পারেননি। এ বার সংরক্ষিত আসনে তারানা হালিম ছাড়া বহু সংস্কৃতি জগতের পরিচিত কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। যারা মনোনয়ন চেয়েছিলেন তাদের মধ্যে তারিন জাহানের নাম আলোচনায় ছিল এবং তিনি মনোনয়ন পেতে পারেন এমন গুঞ্জনও ছিল। সাম্প্রতিক সময়ে তাকে আওয়ামী লীগের বিভিন্ন ফোরামে অত্যন্ত সরব দেখা গেছে। নির্বাচনের সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকটি জনসভাতেও অংশগ্রহণ করেছিলেন। এজন্যই গুঞ্জন ছিল যে, ক্ষমতার বলয়ে তারিন জাহান হয়তো শেষ পর্যন্ত মনোনয়ন পেতে পারেন। 

এছাড়া শমী কায়সারকে নিয়ে আলোচনা ছিল। তবে শমী কায়সার যেহেতু এফবিসিসিআই এর পরিচালক সেজন্য তিনি মনোনয়ন পাবেন না- এরকম একটি ইঙ্গিত আগে থেকেই ছিল। তা ছাড়া মনোনয়ন ফরম কিনেছিলেন রোকেয়া প্রাচী, মাহিয়া মাহী, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা সহ একঝাঁক তারকা। কিন্তু আওয়ামী লীগ এই সমস্ত গ্ল্যামারের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেনি। এটি আওয়ামী লীগের জন্য একটি ইতিবাচক। 

আওয়ামী লীগের মধ্যে এ ধরনের আতঙ্ক এবং শঙ্কা ছিল যে, শেষ পর্যন্ত সংরক্ষিত আসনগুলো যেন তারকাদের ক্লাবে পরিণত না হয়। কিন্তু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। শোবিজের তারকাদেরকে তিনি তালিকা থেকে বাদ দিয়ে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে, রাজনীতির জায়গায় রাজনীতিবিদদের জন্যই। শোবিজের তারকারা অবশ্যই আওয়ামী লীগের জন্য কাজ করবেন, ভূমিকা রাখবেন কিন্তু তাদের কর্মক্ষেত্রে আলাদা। সংস্কৃতি অঙ্গনে থেকেই তারা তাদের দায়িত্ব পালন করবেন এমন একটা বার্তা এবার দেওয়া হচ্ছে। 

তাছাড়া আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে একাধিক পরাজিত নারী প্রার্থীকে মনোনয়ন দিলেও মানিকগঞ্জের মমতাজ বেগমকে মনোনয়ন দেননি। এর মাধ্যমে সুষ্পষ্ট ভাবে একটি ইঙ্গিত দেয়া হয়েছে আর তা হলো শোবিজের তারকাদের আওয়ামী লীগের সঙ্গে মাখামাখি নিয়ে গত কিছু ধরেই সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে যে কথাবার্তা বলা হচ্ছিল সেটি সত্য নয়। বরং আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। এখানে আদর্শ, নীতি এবং দলের প্রতি আনুগত্য কর্মকাণ্ডকে মূল্যায়ন করা হয়। শুধুমাত্র তারকা খ্যাতি বা জনপ্রিয়তার কারণে কেউ উড়ে এসে জুড়ে বসে আওয়ামী লীগের বড় নেতা হতে পারে না বা এমপিও হতে পারেন না। এবার মনোনয়নে এটিই ছিলো সবচেয়ে বড় চমক।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭