ইনসাইড বাংলাদেশ

জামালপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ


প্রকাশ: 15/02/2024


Thumbnail

জামালপুরে লোকাল ট্রেনের ইঞ্জিন ও তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে, এতে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পিয়ারপুর রেলওয়ে স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।  


জামালপুর জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ উজ্জল মাহমুদ জানান, বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৬ ডাউন লোকাল ট্রেনটি সদর উপজেলার পিয়ারপুর রেলস্টেশনে প্রবেশের সময় স্টেশনের প্রায় দেড়শ গজ পূর্বে লাইনচ্যুত হয়।

 

এতে ট্রেনটির ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনের তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে।

 

কোন হতাহতের ঘটনা না ঘটলেও বন্ধ রয়েছে ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহ জংশন স্টেশনে আটকা পড়েছে।


দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। লোকাল ট্রেনটি উদ্ধার করার পর স্বাভাবিক হবে ট্রেন চলাচল।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭