ইনসাইড গ্রাউন্ড

কোচ ছাড়াই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপের উদ্দেশ্যে বাংলাদেশ


প্রকাশ: 15/02/2024


Thumbnail

এবারে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের রাজধানী তেহরানে। আগামী ১৭-১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশীপের ১২তম আসর।

আর সেখানেই অংশ নিতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা। দ্রুততম মানব-মানবী ইমরানুর রহমান, শিরিন আক্তারের সঙ্গে রয়েছেন আরও দুই স্প্রিন্টার রাকিবুল হাসান ও জহির রায়হান।

চার স্প্রিন্টারের সঙ্গে একমাত্র হাই জাম্পার মাহফুজুর রহমান। পাঁচ অ্যাথলেটের সঙ্গে যাচ্ছেন দুই কর্মকর্তা-ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ অথচ নেই কোনো কোচ।

দেশ ছাড়ার আগে ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু কোচ না থাকার বিষয়টি ব্যাখ্যা দিয়েছিলেন এভাবে, ‘আসলে এই টুর্নামেন্টে মূলত ইমরানের একাই অংশগ্রহণের কথা ছিল। পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনীর কয়েকজন অ্যাথলেটের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয়। এখানে অংশগ্রহণকারী সবাই অভিজ্ঞ খেলোয়াড়। কোচ না থাকায় সমস্যা হবে না।’

যদি ইমরান একাই অংশগ্রহণ করতেন সেক্ষেত্রে বিষয়টি আরো দৃষ্টিকটু হতো। তখন একজন অ্যাথলেট এবং কর্মকর্তা থাকতেন দু’জন। সেই প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক টুর্নামেন্টে ইমরান একাই অংশ নেন। কোনো কোচ-কর্মকর্তাও থাকেন না। এই টুর্নামেন্টে একজন অফিসিয়াল প্রয়োজন রয়েছে তাই ফেডারেশনের কোষাধ্যক্ষ যাচ্ছেন। সভা থাকায় আমি ডেলিগেট হিসেবে যাচ্ছি।’

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারিতে কাজাখস্তানে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপের গত আসরে লড়াই করে স্বর্ণ পদক জয় করেছিলেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। সেই সফরে ইমরানুরের সঙ্গী ছিলেন আরেক নারী অ্যাথলেট শিরিন আক্তার। শিরিন সেবার ভালো করতে পারেননি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭