ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানে প্রধানমন্ত্রী পদে ইমরান খানের দলের প্রার্থী ওমর আইয়ুব


প্রকাশ: 15/02/2024


Thumbnail

কে হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তা নিয়ে এখনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। কারণ দেশটিতে জাতীয় নির্বাচনের পর কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছে দলগুলো। 

এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মহাসচিব ওমর আইয়ুবকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করার উদ্দেশ্যে ঘোষণা করেছে। এটি তাদের পুনঃনির্বাচনের প্রস্তাব হিসেবে মন্তব্য করা হয়েছে। 

এছাড়াও, পিটিআই নেতৃত্বাধীন প্রতিষ্ঠাতা আসাদ কায়সার এক বিক্ষোভের অনুষ্ঠানে বিক্ষোভ-প্রতিবাদ করার পরিকল্পনা নির্ধারণ করেছেন। 

এছাড়াও, ইমরান খানের দল একে অন্যের সাথে যুক্ত হওয়ার জন্য সমন্বয়ের মাধ্যমে ভোট জালিয়াতির বিরুদ্ধে আন্দোলনের প্রস্তাবনা তুলে ধরেছেন। 

এই সংঘর্ষপূর্ণ রাজনীতির মাধ্যমে, বিভিন্ন দল নিজেদের আসন মজবুত করার পায়তারা করেছে, যাতে তারা সরকারে অধিকার অর্জন করতে পারেন। এই অবস্থায়, সরকারের গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত না হওয়ায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭