ওয়ার্ল্ড ইনসাইড

দিল্লিতে রংয়ের কারখানায় বিস্ফোরণ, নিহত ১১


প্রকাশ: 16/02/2024


Thumbnail

ভারতের রাজধানী দিল্লির আলিপুরে একটি রংয়ের কারখানায় বিস্ফোরণ হয়। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে ভয়ংকর আগুন ছড়িয়ে পড়ে।  

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, চার ঘণ্টা ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ১১ জন নিহত হন।

এছাড়া এ ঘটনায় দুই জন নিখোঁজ এবং চারজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ১১ জনই কারখানার কর্মী। বিস্ফোরণের ফলে বাড়ির ছাদ ভেঙে পড়ে যায়। আগুনের পুড়ে যাওয়ায় লাশ শনাক্ত করার চেষ্টা চলছে।

জানা গেছে, কারখানাটি ঘনবসতিপূর্ণ এলাকায় ছিল। আগুন পাশের একটি বাড়িতে এবং একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও ছড়ায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন। 

ভারতের বিভিন্ন শহরে নিয়মিতই আগুন লাগার ঘটনা ঘটে। দিল্লিতেও প্রায়ই বাড়ি, বাজার, আবর্জনার স্তূপে আগুন লাগে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭