ওয়ার্ল্ড ইনসাইড

হামাস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়: জাতিসংঘ


প্রকাশ: 16/02/2024


Thumbnail

জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, হামাসকে তিনি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে বিবেচনা করেন না। বুধবার স্কাই নিউজের একজন প্রতিনিধির সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।

হামাসকে নির্মূল করা এবং গাজায় হামাস গোষ্ঠীকে কোনও শাসনের সুযোগ না দেওয়ার জন্য ইসরায়েলের সামরিক লক্ষ্যের সম্ভাব্যতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গ্রিফিথস জবাব দেন, ‘হামাস আমাদের জন্য সন্ত্রাসী গোষ্ঠী নয়। আপনি জানেন, এটি একটি রাজনৈতিক আন্দোলন। তবে আমি মনে করি, আলোচনার মাধ্যমে সমাধান ছাড়া এসব গোষ্ঠীকে উৎখাত করা খুবই কঠিন।

তিনি বলেন, আমি এমন একটি জায়গার উদাহরণ মনে করতে পারি না যেখানে যুদ্ধের মাধ্যমে একটি সুপ্রতিষ্ঠিত গোষ্ঠীর বিরুদ্ধে বিজয় সফল হয়েছে, সেটা সন্ত্রাসী বা অন্য কিছুর বিরুদ্ধে হোক। এ সময় তিনি হামাসের আকাঙ্ক্ষা পূরণের কথা বলেন।

হামাসের ৭ অক্টোবরের হামলা সম্পর্কে গ্রিফিথস বলেন, ইসরায়েলের ‘মানসিক আঘাত’ সম্পর্কে তিনি পুরোপুরি বোঝেন। তবে ইসরায়েলকে তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭