ইনসাইড গ্রাউন্ড

চট্টগ্রামকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো রংপুর


প্রকাশ: 16/02/2024


Thumbnail

সিলেট ও ঢাকা পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মঞ্চস্থ হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। যেখানে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে চট্টগ্রামকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে রংপুর।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছে নুরুল হাসান সোহানের দল।

শুরুতেই ঝড়ো ব্যাটিং শুরু করেন রনি তালুকদার। তবে পঞ্চম ওভারে এসে শরিফুল ইসলামের বল আয়েত্তে আনতে পারেনটি তিনি। ১৯ বলে ২৫ রান করে ফিরে যান। ক্রিজে টিকতে পারেননি আরেক ওপেনার রেজা হেনড্রিকস এবং ব্র্যান্ডন কিংও। রেজা ৪ রান ও ব্র্যান্ডন ২ রান করে ফিরে যান। প্রথম ১১ ওভারে মাত্র ৭১ রান খরচায় চট্টগ্রাম তুলে নেয় রংপুরের ৪ উইকেট।

তবে এরপরই পাল্টা আক্রমণ শুরু করেন সাকিব আল হাসান ও মাহেদী হাসান। সাগরিকায় চার-ছক্কার ঝড় তোলেন দুজন। মাত্র ৩৪ বলে ৬৮ রান যোগ করেন তারা। ১৭ বলে ৩৪ রানে মাহেদী ফিরলে ভাঙে এ জুটি।

একপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ৩৩ বলে দারুণ এক অর্ধশতক পূরণ করেন সাকিব। সাজঘরে ফেরার আগে ৩৯ বলে ৬২ রান করেন তিনি। শেষদিকে শামীম পাটোয়ারির ১৭ রানের ক্যামিওতে রংপুরের বড় সংগ্রহ নিশ্চিত হয়।

টপ অর্ডার ব্যাটারদের মাঝে রনি ২৫ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। চট্টগ্রামের হয়ে রোমারিও শেফার্ড তিনটি, সালাউদ্দিন সাকিল ও শহিদুল ইসলাম দুটি এবং বিলাল খান একটি করে উইকেট নেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭