ওয়ার্ল্ড ইনসাইড

আগামীকাল মুক্তি পেতে যাচ্ছেন থাকসিন সিনাওয়াত্রা


প্রকাশ: 17/02/2024


Thumbnail

স্বেচ্ছানির্বাসন শেষে দেশে ফিরে জেলে যাওয়া থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা আগামীকাল রবিবার মুক্তি পাচ্ছেন। 

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশটির সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা রবিবার (১৮ ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাচ্ছেন। 

দীর্ঘ ১৫ বছর স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দেশে ফিরে আসার ছয় মাস পর তিনি মুক্তি পাচ্ছেন।

রয়টার্স জানিয়েছে, বিতর্কিত এ ধনকুবের গত বছরের আগস্টে থাইল্যান্ডে ফিরে আসার পর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে তাকে ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তবে এ রায় ঘোষণার কয়েকদিনের মধ্যেই রাজা মাহা ভাজিরালংকর্ন তার সাজা এক বছর কমিয়ে দেন।

থাকসিন দুইবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭