ইনসাইড গ্রাউন্ড

সিরি আ শিরোপা জয়ের পথে ইন্টার মিলান


প্রকাশ: 17/02/2024


Thumbnail

সালেরনিতানাকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্টস টেবিলের প্রতিদ্বন্দ্বী জুভেন্টাসের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেলো ইন্টার মিলান। আর এতে করে সিরি আ লিগ শিরোপা জয়ের পথটাও সহজ হলো সিমোনে ইনজাগির দলের।

গতকাল ম্যাচের প্রথমার্ধেই লাউতারো মার্টিনেজ ও মার্কোস থুরামের দুই মিনিটের ব্যবধানে দুই গোলই প্রমাণ করেছিলো ইন্টারের শক্তি। যার মাধ্যমে বড় জয়ের ইঙ্গিতটাও এসেছিলো তখনই।

সেই ধারাবাহিকতায় বিরতির আগে ডেনজেল ডামফ্রাইসের গোলে আরো এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের শেষ ভাগে মার্কো অরনাটোভিচের গোলে জয়ের ব্যবধান বেড়েছে।

ম্যাচ শেষে ইন্টার অধিনায়ক মার্টিনেজ বলেছেন, ‘এটা সত্যিই দারুণ এক অনুভূতি। কারণ খেলোয়াড়রা সত্যিকার অর্থেই বেশ উঁচু মানের খেলা উপহার দিয়েছে। যে কারণে আমি অনেক বেশী সন্তুষ্ট।’

ধুকতে থাকা ভেরোনার বিপক্ষে জয়ের মাধ্যমে ইন্টারের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জুভেন্টাস পয়েন্টের ব্যবধান সাতে নামিয়ে আনতে পারে। তবে এ বছর ইন্টার এখন পর্যন্ত লিগে ছয়টি ম্যাচের সবকটিতেই জয়ী হয়েছে।

এ সপ্তাহের শুরুতে ইনজাগির বড় ভাই ফিলিপ্পের পরিবর্তে সালেরনিতানার কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইনজাগির সাবেক লাজিও সতীর্থ ফ্যাবিও লিভারানি। কাল নতুন কোচের অধীনে সালেরনিতানা ইন্টারের কাছে একপ্রকার উড়ে গেছে।

লিভারানির সামনে এখন সালেরনিতানাকে রেলিগেশন জোন থেকে রক্ষা করার অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। রেলিগেশন জোনের ঠিক বাইরে থাকা সাসৌলো থেকে সাত পয়েন্ট দূরে রয়েছে সালেরনিতানা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭