ইনসাইড পলিটিক্স

জাসদের ঐক্য চেষ্টা: বেরিয়ে যেতে পারে ১৪ দল থেকে


প্রকাশ: 17/02/2024


Thumbnail

নির্বাচনে ভরাডুবির পর জাসদ এখন তার তিনটি অংশের মধ্যে ঐক্যের চেষ্টা করছে। আ স ম আব্দুর রবের নেতৃত্বে জেএসডি, হাসানুল হক ইনুর জাসদ এবং শরীফ নুরুল আম্বিয়ার জাসদের মধ্যে ঐক্যের গুঞ্জন শোনা যাচ্ছে। আওয়ামী লীগের বলয় থেকে বেরিয়ে পৃথক অবস্থান নেওয়ার জন্যই জাসদের কেউ কেউ এই ঐক্য প্রক্রিয়া করছে বলে ধারণা করা হচ্ছে। তবে হাসানুল হক ইনু এই বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, বিএনপিপন্থী জাসদের সঙ্গে ঐক্য করার কোন প্রশ্নই আসে না। আর অন্যদিকে শরীফ নুরুল আম্বিয়ার সঙ্গে আমাদের কথাও হয়নি। তিনি এটিও দাবি করেন যে, জাসদের দলীয় ফোরামে এ নিয়ে কোন আলোচনাও হয়নি।

এবার নির্বাচনে জাসদের প্রধান নেতা হাসানুল হক ইনু পরাজিত হয়েছেন। তার এই পরাজয় জাসদ সহজভাবে নিতে পারেনি। জাসদের অভ্যন্তরীণ মূল্যায়ন হলো আওয়ামী লীগের একটি অংশ তাকে জোর করে হারিয়ে দিয়েছে। কুষ্টিয়ায় যে আসনটিতে ইনু পরাজিত হয়েছেন, সেই আসনটি ঐতিহাসিক ভাবে আওয়ামী লীগের আসন এবং প্রভাবশালী নেতা মাহবুবউল আলম হানিফের সঙ্গে হাসানুল হক ইনুর দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে। 

তবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেন, জাসদের হাসানুল হক ইনু জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে কোন রকম যোগাযোগই রাখেননি। সবচেয়ে বড় কথা হলো, তিনি নির্বাচনের আগেই শুধু নির্বাচনী প্রচারণা করেছেন। সারাবছর তিনি কোন কর্মকাণ্ডই করেননি, শুধু আওয়ামী লীগের বিরোধিতা করা ছাড়া। আর এই সমস্ত পাল্টাপাল্টি অভিযোগের পর হাসানুল হক ইনু এখন আওয়ামী লীগের ব্যাপারে নেতিবাচক অবস্থান গ্রহণ করেছেন। এই নেতিবাচক অবস্থার প্রমাণ পাওয়া যায় যখন তিনি তার দল সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নিতে অস্বীকৃতি জানায়।

একটি সূত্র বাংলা ইনসাইডকে নিশ্চিত করেছে যে, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাসদের শিরীন আখতারকে সংরক্ষিত আসনে মনোনয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছিলেন। নির্বাচনের আগেও তিনি জাসদকে আশ্বস্ত করেছিলেন যে, শিরীন আখতারকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু জাসদের পক্ষ থেকেই আওয়ামী লীগকে জানিয়ে দেওয়া হয় যে, তারা সংরক্ষিত আসনে জাসদ কাউকে মনোনয়ন দিতে চান না। তবে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এ ধরনের বক্তব্য অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে, জাসদ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলো এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসন আমুর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগও করা হয়েছিলো। কিন্তু আওয়ামী লীগ থেকেই সংরক্ষিত আসনে মনোনয়নের ব্যাপারে জাসদের সঙ্গে আর কোন যোগাযোগ করেনি। আর আওয়ামী লীগ শেষ পর্যন্ত ৪৮ টি আসনেই তাদের নিজস্ব পছন্দের প্রার্থীদেরকে মনোনীত করেছে। শিরীন আখতারের সংরক্ষিত আসনে মনোনয়ন গ্রহণ না করাটা ইঙ্গিতবাহী বলে মনে করছে। 

নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগের বলয় থেকে বেরিয়ে যাওয়া অর্থাৎ ১৪ দল থেকে বেরিয়ে যাওয়ার জন্য জাসদের কোন কোন নেতার পক্ষ থেকে দাবি উঠছে। জাসদও এখন একটি পৃথক অবস্থান গ্রহণ করতে চায়। আওয়ামী লীগ তাদের অবজ্ঞা করছে, আওয়ামী লীগের কাছে জাসদ গুরুত্বহীন। এ কারণেই জাসদকে আওয়ামী লীগ এখন খুব একটা পাত্তা দিচ্ছে না—এমন অভিযোগ জাসদের নেতাদের। 

নির্বাচনের আগে থেকেই আ স ম আব্দুর রবের জেএসডি এবং শরীফ নুরুল আম্বিয়ার জাসদের সঙ্গে হাসানুল হক ইনুর জাসদের কিছু নেতার যোগাযোগ হচ্ছিলো। বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ জাসদের কথা বলা হচ্ছিলো বেশ আগে থেকেই। এখন নির্বাচনে বিপর্যয়ের পর ইনুও এরকম করতে আগ্ৰহী। আর এরকম প্রক্রিয়া যদি শেষ পর্যন্ত চলতে থাকে তাহলে জাসদ ১৪ দল থেকে বেরিয়ে যেতে পারে। অন্যদিকে, তিনটি জাসদ নিয়ে একটি ঐক্যবদ্ধ জাসদ গঠন করা হতে পারে। তবে জাসদের একজন নেতা ১৪ দলের মৃত্যুর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। তারা বলেছে, আওয়ামী লীগেই তার শরিকদেরকে নূন্যতম সম্মান দিচ্ছে না, ১৪ দল এখন কার্যত মৃত।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭