ইনসাইড গ্রাউন্ড

খেলা চলতে চলতে হঠাৎ বন্ধ বিপিএল!


প্রকাশ: 17/02/2024


Thumbnail

সিলেট ও ঢাকা পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মঞ্চস্থ হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। যেখানে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে এই ম্যাচ চলতে চলতে হঠাৎ করেই আচমকা কিছুক্ষণ খেলা বন্ধ রাখা হয়। মূলত ফ্লাডলাইটের বিভ্রাটের কারণে খেলা বন্ধ করতে বাধ্য হন অফিসিয়ালরা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ চতুর্থ ওভারের পরেই বন্ধ হয়ে যায়। ফ্লাডলাইটের বিভ্রাটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়। তবে বর্তমানে পুনরায় খেলা চালু হয়েছে।

ফ্লাডলাইটের বিভ্রাটের কারণে প্রায় সাত মিনিটের মতো বন্ধ ছিল ম্যাচ। দ্রুতই সারিয়ে নেয়া হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাডলাইট। ম্যাচের চতুর্থ ওভার শেষ হতেই ঘটে এমন ঘটনা।

সে সময় চট্টগ্রামের স্কোর ছিল ২৫ রানে দুই উইকেট। দায়িত্বে থাকা আম্পায়ারকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকেই আলোকস্বল্পতার বিষয়টি জানানো হয়। পরে আম্পায়ারের সিদ্ধান্তে মাঠ ছাড়ে দুই দল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭