ইনসাইড বাংলাদেশ

সিলেটে মিলবে আরও ১.৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস


প্রকাশ: 18/02/2024


Thumbnail

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল) এর আওতাধীন কৈলাশটিলায় আরও ১.৬ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) গ্যাস পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) কৈলাশটিলার অনুসন্ধান কূপ-৮ এর খনন প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে আগে ৩ টিসিএফ মজুদ ছিল। অনুসন্ধান কূপ খনন করায় মজুদ আরও বাড়বে। দেশীয় ফিল্ড থেকে যে গ্যাস ৪ টাকায় পাওয়া যায়, তা আমদানিতে খরচ হয় ৬০ টাকা।’

মন্ত্রী আরও বলেন, ‘আগামী চার মাসের মধ্যে খনন কাজ শেষ হলে নিশ্চিত হওয়া যাবে কৈলাশটিলায় কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। তবে কৈলাশটিলা ফিল্ডে আরও ১.৬ টিসিএফ গ্যাস পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কৈলাশটিলা-৮ কূপের খনন কাজ শুরু হয়েছে চলতি বছরের ১১ জানুয়ারি। ১২০ দিনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির এই কূপটি খনন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স।

সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘কৈলাশটিলায় এর আগে ৭টি কূপ খনন করা হয়েছে। প্রতিটা কূপেই গ্যাস পাওয়া গেছে। ৩৫০০ মিটার খনন করা হলে ১ টিসিএফ এর উপরে গ্যাস পাওয়ার আশা রয়েছে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭