ইনসাইড পলিটিক্স

পরাজিত প্রার্থীকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়ার কারণ জানালেন ওবায়দুল কাদের


প্রকাশ: 18/02/2024


Thumbnail

জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৪৮ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এদের মধ্যে কেউ কেউ দ্বাদশ সংসদ নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন। কিন্তু এখন আবার সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়েছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা রকম আলোচনা রয়েছে। এবার বিষয়টি নিয়ে কথা বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থীকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন জমা দিতে নির্বাচন কমিশনে (ইসি) এসে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যুবলীগ নিজস্ব সত্তা থেকে বিএনপিকে নিষিদ্ধের দাবি জানাতে পারে। কেউ চাইলেই জাতীয় একটা দল নিষিদ্ধ হয়ে যায় না। বিএনপির আন্দোলনে বস্তুগত পরিস্থিতি ছিল না, জনসমর্থন ছিল না।  তারা সরকারকে ফেলে দিতে এসে নিজেরাই পালিয়ে গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭