ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনের বিমানঘাঁটিতে রাশিয়ার হামলা


প্রকাশ: 18/02/2024


Thumbnail

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে যে- তারা বেশ কয়েকটি ইউক্রেনের সামরিক বিমানঘাঁটির বিমান, বোমা ও গোলাবারুদের ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে- ইউক্রেনের সামরিক বিমানঘাঁটিতে বিমান ও বিমান চলাচলের সরঞ্জাম, বিমান বোমা ও ক্ষেপণাস্ত্রের গুদাম, বিদেশি ভাড়াটে সৈন্যদের অস্থায়ী অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার বিভিন্ন অংশের এনার্জি অবকাঠামোকে লক্ষ্য করে ৩৩টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

রাশিয়ান মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টার সময় একটি ড্রোন গুলি করে নামানো হয়। আরেকটি ড্রোন ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭