ক্লাব ইনসাইড

জা‌বি‌তে জেইউডিও'র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা আগামীকাল


প্রকাশ: 18/02/2024


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবীন শিক্ষার্থীদের বরণ এবং দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে বিতর্ক পাবলিক স্পিকিং সম্পর্কে ধারণা, বিতর্ক করার প্রয়োজনীয়তা, বিতর্কের মাধ্যমে চিন্তাশীল যুক্তিবাদী নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কর্মশালার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন 'জেইউডিও'

'নবকুঁড়ি তব প্রাঙ্গণে, প্রাণোচ্ছল প্রভাত সায়াহ্নে', স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) এর য়োজনে "নবীনবরণ বিতর্ক কর্মশালা ২০২৪" অনুষ্ঠিত তে যাচ্ছে আগামী সোমবার। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে দুপুর টায় শুরু হয়ে সন্ধ্যায় ছাত্র-শিক্ষক বিতর্ক শেষে কনসার্ট এর মাধ্যমে শেষ হবে।

বিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে টায় ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক সংবাদ ম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানটির ঘোষণা করেণ সংগঠনটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন প্রতিষ্ঠার শুরু থেকেই যুক্তিবাদী মননশীল মানুষ গঠনে বদ্ধপরিকর। বিতর্কের মাধ্যমে একটি যুক্তিবাদী সমাজ তৈরি করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এবারের আয়োজনে প্রদর্শনী হিসেবে থাকবে একটি ছাত্র-শিক্ষক বিতর্ক এবং কনসার্ট।

নেতৃবৃন্দ আরও জানান, নবীন বিতর্ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহ-সমন্বয়ক এবং সময় টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক জাফর সাদিক এবং টেন মিনিট স্কুলের সহকারী ব্যবস্থাপক ফারহান সাকিব। এছাড়াও অতিথি বক্তা হিসেবে থাকবেন স্থপতি, অভিনেত্রী এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক অপি করিম এবং গায়িকা অভিনেত্রী শম্পা রেজা।

নবীন বরণ বিতর্ক কর্মশালা' ২০২৪ এর আহ্বায়ক ইবনে মোহাম্মদ আল বিরুনী রাজন লেন, বিতর্ক করতে আগ্রহী যার সেই সব নতুন বিতার্কিকদের আইডিয়া দেয়ার কাজ জেইউডিও' রে থাকে তারা বুঝতে পারে বিতর্ক কি , কিভাবে হয় এখন পর্যন্ত ৮৫০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন রেছে আশা করি এই সংস্কৃতির ধারা অব্যাহত থাকবে।

জেইউডিও' সভাপতি তাপসী দে প্রাপ্তি লেন, নবীন ্যাচের শিক্ষার্থীদের বর সেই সাথে প্রতিবছর নতুন বিতার্কিক তৈরীর প্রয়াসের ধারাবাহিকতায় আগামী ১৯ ফেব্রুয়ারি নবীন বরণ বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিতর্ক কর্মশালা টি সেমেন্টে অনুষ্ঠিত বে। বিতর্ক ্যারিয়ার, পাবলিক স্পিকিং বিতর্ক এবং শেষ দিনের আকর্ষণ হিসেবে থাকব ছাত্র শিক্ষক বিতর্ক

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি জাহিদুল ইসলাম নাবিল, সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ খান রাইয়ান, প্রেস মিডিয়া সম্পাদক জান্নাতুন্নেছা বিনতে জামান এমিলিসহ সংগঠনটির সদস্যবৃন্দ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭