ইনসাইড গ্রাউন্ড

যে কারণে মেসির সাবেক ক্লাবের প্রতিনিধিরা বাংলাদেশে!


প্রকাশ: 19/02/2024


Thumbnail

বাংলাদেশে ক্রীড়াপ্রেমীদের মাঝে ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলা নিয়ে আগ্রহটা বরাবরই বেশি থাকে। আর সেটি যদি হয় ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা তবে তো উত্তেজনা চরমে চলে যায়। তবে আন্তর্জাতিক ম্যাচগুলো যেহেতু বেশ লম্বা সময় পর পর মাঠে গড়ায়, সেহেতু এই বিরতিতে ক্রীড়াপ্রেমীদের মাঝে নতুন উত্তেজনার যোগান দেয় বিভিন্ন ক্লাবের খেলাগুলো।

ফুটবল জাদুকর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর লাখো ভক্ত রয়েছে বাংলাদেশে। শুধু তাই নয়, তাদের খেলাকে ভালোবেসে তাদের সাবেক ক্লাব বার্সালোনা ও রিয়াল মাদ্রিদের ভক্তেরও অভাব নেই এখানে।

নিয়মের বেড়াজালে পড়ে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ২০২১ সালে বার্সালোনা ছাড়েন মেসি। কিন্তু মেসি চলে গেলেও বার্সালোনার জন্য ফুটবল ভক্তদের হৃদয়ে যে ভালোবাসা ছিল তা কমেনি। আর এবার সেই লা লিগা জায়ান্ট খ্যাত বার্সালোনাই সংযুক্ত হচ্ছে এই লাল-সবুজের দেশের সাথে।

পোশাক শিল্পের দিক থেকে ইতোমধ্যেই বিভিন্ন উন্নতশীল দেশকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। এছাড়াও সহজলভ্য শ্রমশক্তি ও দক্ষ কর্মীর কারণে বাংলাদেশি পণ্যের বিশ্ববাজারে আলাদাই কদর রয়েছে। যা ফলস্বরূপ বিশ্বের অনেক নামীদামি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে সেবা নিয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় এবার দেশের সেই তৈরি পোশাক খাতের সেবা নিতে আসছে বিশ্ববিখ্যাত ক্লাব ও স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা। জানা গেছে, কাতালোনিয়ার এই ক্লাবটির আগামী মৌসুমের জার্সি তৈরি হতে পারে বাংলাদেশে। আর সেজন্য এরই মাঝে দেশের পোশাক কারখানা ঘুরে গিয়েছে তাদের প্রতিনিধিরা।

স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো তাদের এক খবরে এমনই এক দাবি নিয়ে হাজির হয়েছে। মুন্ডোর খবরে বলা হয়েছে, চলতি মৌসুমের অনেকটা সময় বাকি থাকতেই পরের মৌসুমে জার্সি তৈরি এবং বিপণনের দিকে নজর দিতে আগ্রহী বার্সেলোনা। যার সম্ভাব্য এক বিকল্প হিসেবে বাংলাদেশে নজর রাখছে বার্সেলোনা। একইসঙ্গে নজরে আছে চীনও। দুই দেশেই এরইমাঝে পা রেখেছেন বার্সার প্রতিনিধিরা।

সাম্প্রতিক সময়ে বার্সেলোনার সঙ্গে তাদের জার্সির স্পন্সর প্রতিষ্ঠান নাইকির সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। নিজেদের পুরাতন স্পন্সর নাইকির সঙ্গে ২৬ বছরের পুরাতন সম্পর্ক ছেড়ে আসতে চাইছে ক্লাবটি। এএস স্পোর্টসের খবর, জার্মান ক্রীড়াসামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান পুমার সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে ক্লাবটি।

বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা বেশ কড়া ভাষাতেই নাইকি সম্পর্কে মন্তব্য করেছিলেন। গুঞ্জন রয়েছে, বার্সেলোনা তাদের নতুন জার্সির জন্য যেতে পারে পুমার কাছে। সেখানে প্রতি বছর ২১৬ মিলিয়ন ডলার বা ২০০ মিলিয়ন ইউরো আয় করবে বার্সেলোনা। তবে ঠিক কত বছরের জন্য দুপক্ষ চুক্তিতে সম্মত হচ্ছে, তা নিয়ে আছে প্রশ্ন।

এদিকে নাইকির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও আরেক বিকল্প হিসেবে নিজস্ব পদ্ধতিতেও জার্সি তৈরির কথা ভাবছেন লাপোর্তা। নাইকির সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়া এবং নতুন স্পন্সরের পাশাপাশি বার্সেলোনার নিজস্ব ব্যবস্থায় দ্বারা আসতে পারে নতুন জার্সি। আর তারই অংশ হিসেবে ঢাকায় গার্মেন্টস কারখানা ঘুরে গিয়েছে বার্সার ক্লাব অফিসিয়ালরা।

বিভিন্ন গণমাধ্যমের দাবি খুব শিগগিরই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বার্সেলোনা। এক্ষেত্রে মাথায় রাখতে হবে বার্সার বর্তমান চুক্তির কথাও। ২০২৮ সাল পর্যন্ত নাইকির সঙ্গে চুক্তি আছে কাতালান জায়ান্টদের। এর মধ্যে চুক্তিভঙ্গ করলে নাইকিকে জরিমানাও দিতে হতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭