এডিটর’স মাইন্ড

ড. ইউনূসই কি আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ


প্রকাশ: 19/02/2024


Thumbnail

সাড়ে তিন মাস কারাভোগের পর গত ১৫ ফেব্রুয়ারি মুক্তি পান বিএনপির শীর্ষ দুই নেতা। মির্জা ফখরুল-আমীর খসরুর মুক্তির দিনে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের প্রধান খবর ছিল ড. ইউনূস। ওইদিন সকালে গ্রামীণ কল্যাণ অফিসে গিয়ে ড. ইউনূস অভিযোগ করেন, তার আটটি প্রতিষ্ঠান জবরদখল হয়েছে। নির্বাচনের পর বিএনপির চেয়ে বেশি আলোচনায় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শ্রম আদালতের একটি মামলায় তিনি ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। অর্থ পাচার ইস্যুতে তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আদালতের অনুমতি ছাড়া তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সর্বশেষ ‘গ্রামীণ কল্যাণ’কে তার আসল মালিক ‘গ্রামীণ ব্যাংকে’র কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এসব আইনি প্রক্রিয়া স্বাভাবিক এবং সহজাত। কিন্তু ড. ইউনূস এবং তার দেশি-বিদেশি বন্ধুরা এটিকে আক্রোশ হিসেবেই মনে করছেন। ড. ইউনূস প্রসঙ্গে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ড. ইউনূসের প্রথম স্ত্রীর কন্যা সিএনএনকে এক সাক্ষাৎকারে সরকারের সঙ্গে সমঝোতার যে প্রস্তাব দিয়েছিলেন, সেটিও সরকার আমলে নেয়নি। ড. ইউনূস ক্রমেই আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছেন। ৭ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার বিএনপির ব্যাপারে যত উদার ও নমনীয়, ড. ইউনূসের ব্যাপারে ততই কঠোর, কঠিন। আওয়ামী লীগের এ কৌশলের রাজনৈতিক তাৎপর্য অনুধাবন করাটা জরুরি। সরকার বিএনপি বা অন্য বিরোধী দলের চেয়ে ড. ইউনূসের ব্যাপারে বেশি মনোযোগী কেন? নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে আওয়ামী লীগের পরিবর্তিত এই রাজনৈতিক কৌশল থেকে সরকারের আসল প্রতিপক্ষ কে তার একটা ইঙ্গিত পাওয়া যায়। কাগজে-কলমে বাংলাদেশে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ জাতীয় পার্টি। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলই ক্ষমতাসীনদের প্রধান প্রতিদ্বন্দ্বী। কিন্তু মাত্র ১১ জন সংসদ সদস্য নিয়ে জাতীয় পার্টি নিজেই নিজেদের বিরোধী দল ভাবতে লজ্জা পায়। জাতীয় পার্টির যে অবস্থা তাতে তাদের পক্ষে সরকারকে চ্যালেঞ্জ জানানো অসম্ভব। ছায়া সরকার গঠনের মতো সদস্যও তাদের সংসদে নেই। আওয়ামী লীগের অনুগ্রহ নিয়েই তারা বেঁচে আছে। সংসদের বাইরে আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এবং তার মিত্ররা। নির্বাচন এবং নতুন সরকার গঠনের পরও বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েই চলেছে। লিফলেট বিতরণ, কালো পতাকা কর্মসূচি নিয়ে দলটি হতাশা আর ব্যর্থতার বৃত্ত থেকে বেরোনোর চেষ্টা করছে। ২৮ অক্টোবরের পর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন। অনেকেই ছিলেন পলাতক। নির্বাচনের পর তারা কারাগার এবং আত্মগোপন থেকে বেরিয়ে আসছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মুক্তি পেয়েছেন। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি নতুন করে আন্দোলন শুরু করতে চায়। কিন্তু ভুল কৌশল এবং ব্যর্থ নেতৃত্বের কারণে এখন বিএনপি পথহারা। নেতাকর্মীদের মধ্যে হতাশা। দলের সাংগঠনিক অবস্থা শোচনীয়। দলের ভেতর থেকেই এখন ব্যর্থ নেতৃত্বের সরে দাঁড়ানোর দাবি উঠেছে। বিদেশি বন্ধুরা আগের মতো বিএনপিকে আশা-ভরসা দিচ্ছে না। সবকিছু মিলিয়ে দলটি এলোমেলো, বিধ্বস্ত, বিপর্যস্ত। এই বিএনপি আওয়ামী লীগকে এখনই চাপে ফেলতে পারে—এমনটি তাদের নেতারাও আশা করেন না। গত বৃহস্পতিবার মির্জা ফখরুল ও আমীর খসরু মাহমুদের মুক্তিতে কর্মীরা কিছুটা হলেও উজ্জীবিত। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি নতুন সরকারের বিরুদ্ধে চটজলদি বড় আন্দোলন গড়ে তুলতে পারবেন না। সামনে রমজান, তারপর ঈদুল আজহা, এরপর বর্ষাকাল। আগামী কিছুদিন আন্দোলনের সময় নয়। আওয়ামী লীগ বুঝেশুনেই বিএনপিকে দল গোছানোর সুযোগ দিয়েছে। বিএনপির নেতাদের মুক্তির ব্যাপারেও সরকার উদার। নির্বাচনী কৌশলে বিএনপিকে শোচনীয়ভাবে পরাজিত করেছে আওয়ামী লীগ। এখন বিএনপির প্রতি আওয়ামী লীগের এক ধরনের উপেক্ষা এবং করুণা লক্ষ করা যায়। বিএনপি এখন আওয়ামী লীগের ভয়ংকর শত্রু না। বরং বিএনপি ধুঁকে ধুঁকে বাঁচলে আওয়ামী লীগের লাভ। না হলে দেশ রাজনীতিশূন্য হবে। জঙ্গিবাদ ও উগ্র সন্ত্রাসী শক্তির উত্থান ঘটবে। বিএনপির সঙ্গে কথার বাহাস না করলে আওয়ামী লীগের অনেক নেতাই বেকার হয়ে যাবেন। বিএনপির বলয়ের বাইরে যেসব বাম ও উগ্র ডান কট্টর মৌলবাদী দলগুলো আছে, তাদের শক্তি সম্পর্কে আওয়ামী লীগ ভালোভাবেই অবগত। ইসলামী দলগুলো বশীভূত রাখার কৌশলও আওয়ামী লীগ রপ্ত করেছে বহু আগেই। নির্বাচনের আগে যেমনটি মনে করা হয়েছিল যে আন্তর্জাতিক চাপ আসবে। একতরফা নির্বাচন সরকারকে চাপে ফেলবে, সেটি হয়নি। বাংলাদেশের ব্যাপারে ভারতের বশ্যতা স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সরকারের সঙ্গে অংশীদারত্বের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্স, যুক্তরাজ্যের অভিনন্দন আওয়ামী লীগকে করেছে চাপমুক্ত। নিষেধাজ্ঞা, স্যাংশন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের চেহারায় যে আতঙ্কের চাপ দেখা যেত, সেটাও এখন নেই।

দ্রব্যমূল্য, অর্থনীতি ছাড়া এ সরকারের সামনে দৃশ্যত কোনো সংকট নেই। আওয়ামী লীগের প্রতিপক্ষরা এখন বাঘ থেকে বিড়ালে পরিণত হয়েছে। দেশে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসা দলটিকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই। একজন ছাড়া, তিনি ড. ইউনূস। আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী রাজনীতিবিদ। আওয়ামী লীগ যে টানা ক্ষমতায় আছে তার প্রধান কারণ শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা। তার রাজনৈতিক কৌশলেই বেগম খালেদা জিয়া এবং বিএনপি ধরাশায়ী হয়েছে। তিনি দূর ভবিষ্যৎ দেখতে পান। শত্রু-মিত্র চিনতে খুব একটা ভুল করেন না। শেখ হাসিনা জানেন তাকে এবং আওয়ামী লীগকে যদি কেউ চাপে ফেলতে পারে সেটা ড. ইউনূস। বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন করে সরকার পতনের দিন শেষ হয়ে গেছে বহু আগেই। মানুষ এখন ভীষণ আত্মকেন্দ্রিক। চায়ের আড্ডায় কিংবা টকশো দেখে ড্রইংরুমেই তারা রাজা-উজির মারেন। রাস্তায় গিয়ে আন্দোলন করতে আগ্রহী নন। তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখ। তাই নব্বইয়ের মতো আন্দোলন বাংলাদেশে এখন অলীক কল্পনা। হত্যা-ক্যু-ষড়যন্ত্র করে সরকার হটানো এখন অসম্ভব। আমাদের সশস্ত্র বাহিনী এখন পেশাদার, আন্তর্জাতিক মানের। তারা পাকিস্তানের সেনাবাহিনীর মতো সবকিছুতে নাক গলায় না। তা ছাড়া সংবিধানের ‘৭ক’ অনুচ্ছেদের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করলে, একদিন তাকে কাঠগড়ায় ‘রাষ্ট্রদ্রোহী’ হিসেবে দাঁড়াতেই হবে। সরকারকে একমাত্র চাপে ফেলতে পারে বিদেশি শক্তি। যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে কী করতে পারে তা তো আমরা প্রতিনিয়তই দেখছি। গত দুই বছর মার্কিন চাপে আওয়ামী লীগ রীতিমতো আতঙ্কে ছিল। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি নিজেই বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যে কোনো দেশে ক্ষমতার ওলটপালট ঘটাতে পারে।’ তিনি মার্কিন চাপ সম্পর্কে এটাও বলেছিলেন, ‘তারা হয়তো চায় না আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক।’ দেশে দেশে মার্কিন স্বার্থরক্ষায় নিজস্ব ব্যক্তি রয়েছেন। এসব ব্যক্তির প্রভাব মার্কিন নীতিনির্ধারকদের মধ্যে প্রবল। এমনই একজন ড. ইউনূস। তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত। হিলারি ও বিল ক্লিনটন তাকে নোবেল পাইয়ে দিয়েছেন, এই তথ্য বিল ক্লিনটন তার লেখা বইতেই স্বীকার করেছেন। বয়সের কারণে যখন ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ হারান, তখন হিলারি যেভাবে ড. ইউনূসের পক্ষে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাতেই বোঝা যায় ড. ইউনূস তাদের কত আপন। তিনি এবং তার অনুসারীরা সুযোগ পেলেই আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে চান—এমন অভিযোগ আওয়ামী লীগ সবসময়ই করে। বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানোর মূল পরিকল্পনা ড. ইউনূস ও তার বন্ধুদের। সুশীল গোষ্ঠী ক্ষমতায় বসলে বঙ্গোপসাগর, সেন্টমার্টিন, তেল-গ্যাস অনুসন্ধানের ঠিকাদারি সব পাবে যুক্তরাষ্ট্র। তাই কখনো প্রকাশ্যে বা কখনো গোপনে এ পরিকল্পনা বাস্তবায়নের নিরন্তর চেষ্টা চালান ড. ইউনূসের নেতৃত্বে সুশীল সমাজ। এর সংঘবদ্ধ রূপ ছিল ২০০৭ সালের এক-এগারো। ২০০৬ সালে নোবেল পুরস্কার পাওয়ার পরপরই ড. ইউনূস বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছিলেন। প্রথমে রাজনৈতিক দল করে তিনি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু ড. ইউনূস ঝানু ব্যবসায়ী। সুদ-আসলের হিসাব তিনি ভালো বোঝেন। জনগণের ভোটে জেতা তার পক্ষে অসম্ভব এটা বুঝতে তিনি সময় নেননি। এরপরই আসে এক-এগারো। অনেকেই মনে করেন, এক-এগারোর মাস্টারপ্ল্যান ড. ইউনূসের মস্তিষ্কপ্রসূত। মঈন ইউ আহমেদের আত্মজীবনীমূলক ‘শান্তি স্বপ্নে, সময়ের স্মৃতিচারণ’ গ্রন্থে ড. ইউনূসের উচ্চাভিলাষের একঝলক প্রমাণ পাওয়া যায়। বইটির ৩২৮ ও ৩২৯ পৃষ্ঠায় মঈন ইউ লিখেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হওয়ার অনুরোধ জানিয়ে তিনি (মঈন) ড. ইউনূসকে ফোন করেছিলেন। উত্তরে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেছিলেন, ‘বাংলাদেশকে তিনি যেমন দেখতে চান সেরকম বাংলাদেশ গড়তে খণ্ডকালীন সময় যথেষ্ট নয়। বাংলাদেশকে তিনি আরও দীর্ঘ সময় ধরে সেবা দিতে চান।’ তিনি নিজে অনির্বাচিত সরকারপ্রধান না হয়ে ড. ফখরুদ্দীন আহমদকে এ দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন। ড. ইউনূসের দীর্ঘমেয়াদে দেশ সেবার মহাপরিকল্পনা এখনো বাতিল হয়নি। ক্লিনটন পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে ড. ইউনূস মার্কিন নীতিনির্ধারকদেরও ঘনিষ্ঠ হয়েছেন। জাতিসংঘেও তার প্রভাব রয়েছে। এই ঘনিষ্ঠতা তিনি বাংলাদেশের বিরুদ্ধে একাধিকবার কাজেও লাগিয়েছেন। বিশেষ করে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে ড. ইউনূসের ভূমিকার কথা আওয়ামী লীগ প্রকাশ্যেই অভিযোগ করে। যদিও ড. ইউনূস তা অস্বীকার করেন। কিন্তু বাংলাদেশের প্রতি তার একধরনের অবজ্ঞা, উপেক্ষা সবসময়ই দেখা যায়। শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তি কখনো শহীদ মিনারে প্রভাতফেরিতে যান না। ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করতে তাকে দেখিনি। এমনকি বন্যা, খরা দুর্বিপাকে তিনি নীরব। সামান্য সমবেদনা জানানোর সৌজন্যতাও দেখাননি। বাংলাদেশের প্রতি তার তাচ্ছিল্যের প্রকাশ পাওয়া যায় দেশের আইনকানুনকে তোয়াক্কা না করার মধ্য দিয়ে। ড. ইউনূস ছিলেন যুগ্ম সচিব পদমর্যাদায় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। এ চাকরিতে যখন তিনি যোগ দেন, তখনই জানতেন অবসরের বয়স কত। কিন্তু বয়স অতিক্রান্ত হওয়ার পরও তিনি দায়িত্বে বহাল ছিলেন। গ্রামীণ ব্যাংককে তিনি ব্যবহার করেছেন পারিবারিক প্রতিষ্ঠানের মতো। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এবং এই ব্যাংকের টাকাতেই গ্রামীণ কল্যাণ গঠন করা হয়। ১৯৯৬ সালের ২৫ এপ্রিল গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় ‘গ্রামীণ কল্যাণ’ গঠনের প্রস্তাব আনা হয়। প্রস্তাবে বলা হয়, গ্রামীণ ব্যাংকের সদস্য ও কর্মীদের কল্যাণে ‘কোম্পানি আইন ১৯৯৪’-এর আওতায় গ্রামীণ কল্যাণ নামে একটি প্রতিষ্ঠান গঠন করা। গ্রামীণ ব্যাংকের বোর্ড সভা এ প্রস্তাব অনুমোদন করে। এটি গ্রামীণ ব্যাংকেরই অঙ্গ প্রতিষ্ঠান। গ্রামীণ কল্যাণ যে গ্রামীণ ব্যাংকেরই শাখা প্রতিষ্ঠান, তা আরও স্পষ্টভাবে প্রমাণিত হয় এর মূলধন গঠন প্রক্রিয়ায়। গ্রামীণ কল্যাণে গ্রামীণ ব্যাংকের সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড (এসএএফ) থেকে ৬৯ কোটি টাকা প্রদান করা হয়। গ্রামীণ কল্যাণের মেমোরেন্ডাম অব আর্টিকেলেও গ্রামীণ ব্যাংকের সঙ্গে এর সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। মেমোরেন্ডাম অব আর্টিকেল অনুযায়ী গ্রামীণ কল্যাণের ৯ সদস্যের পরিচালনা পরিষদের ২ জন সদস্য গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি। এ ছাড়া গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি। গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি হিসেবে ড. ইউনূস গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান হন। গ্রামীণ কল্যাণের মাধ্যমে তিনি গড়ে তোলেন একাধিক প্রতিষ্ঠান।

তাই ড. ইউনূস গ্রামীণ কল্যাণের মালিক হন কীভাবে? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠানই তিনি এতদিন অবৈধভাবে দখল করেছিলেন। ড. ইউনূস মনে করেছিলেন, তিনি প্রচণ্ড ক্ষমতাবান, আইনের ঊর্ধ্বে। যুক্তরাষ্ট্র তার পক্ষে। বিশ্বে সব দেশেই তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই অবলীলায় রাষ্ট্রীয় সম্পদ দখল করে নিজের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করেছেন। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ হারিয়ে ড. ইউনূস সারা বিশ্বে তুলকালাম করেছিলেন। এখন শ্রম আদালতের দণ্ড, দুর্নীতির মামলা আর গ্রামীণ কল্যাণের ঘটনায় তিনি নিশ্চয়ই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আওয়ামী লীগের আসল প্রতিপক্ষ এখন ড. ইউনূসই।

 

লেখক: নির্বাহী পরিচালক, পরিপ্রেক্ষিত

ইমেইল: poriprekkhit@yahoo.com



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭