ইনসাইড গ্রাউন্ড

সাম্প্রতিক কোনো ম্যাচ না খেলেও টেস্টে উন্নতি বাংলাদেশের


প্রকাশ: 19/02/2024


Thumbnail

সম্প্রতি বড় রদবদল দেখা গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। প্রোটিয়াদের অবনতির মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে ম্যাচ না খেলেও উন্নতির দেখা পেয়েছে বাংলাদেশ।

কিছুদিন পূর্বেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই জয়ে এক লাফে শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ড। আর এতে করে অবনতি হয়েছে প্রোটিয়াদের। সেই সাথে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে পয়েন্ট বেড়েছে ভারতেরও।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে চারটি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। যেখানে তিনটিতে জয় পেয়েছে তারা। বাকি একটি ম্যাচ হেরেছে। চার ম্যাচ শেষে কিউইদের পয়েন্ট ৩৬, পয়েন্টের শতাংশ ৭৫.০।

অন্যদিকে, ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হেরে দুই থেকে পাঁচে নেমে গিয়েছিল ভারত। সিরিজের পরবর্তী দুই টেস্টে বড় জয়ে আবারও নিজেদের জায়গা পুনরুদ্ধার করেছে তারা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৭টি ম্যাচ খেলে ৪টিতে জিতেছে ভারত। ভারতের পয়েন্ট ৫০, পয়েন্টের শতাংশ  ৫৯.৫২।

অন্যদের উন্নতিতে অবনমন হয়েছে অস্ট্রেলিয়ার। শীর্ষ থেকে তিনে নেমে গেছে অজিরা। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.০০। এক জয় ও এক হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ থেকে চারে উঠে এসেছে বাংলাদেশ। পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্টের শতাংশ ৩৬.৬৬।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭