ওয়ার্ল্ড ইনসাইড

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা


প্রকাশ: 20/02/2024


Thumbnail

হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা। আর এ কারণে তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ।

জেরুজালেমে ইয়াদ ভাশেম হলোকাস্ট স্মৃতিসৌধে দাঁড়িয়ে কার্টজ ব্রাজিলের রাষ্ট্রদূত ফেডেরিকো মেয়ারকে বলেন, ‘ইসরায়েল ভুলবে না এবং আমরা ক্ষমাও করব না।

কার্টজ বলেন, আমার নামে এবং সব ইসরায়েলি নাগরিকের নামে প্রেসিডেন্ট লুলাকে বলুন যে, যতক্ষণ না তিনি তার বক্তব্য প্রত্যাহার করছেন, ততক্ষণ পর্যন্ত তিনি ইসরায়েলে পারসোনা নন গ্রাটা।

দ্যা সিলভা রবিবার গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন এবং ফিলিস্তিনি ছিটমহলটিতে তেল আবিবের যুদ্ধকে ইহুদিদের বিরুদ্ধে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন।
লুলা দ্যা সিলভা বলেন, গাজা উপত্যকায় যা ঘটছে তা যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা।

আদ্দিস আবাবায় সাংবাদিকদের ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, এটা সৈনিকদের বিরুদ্ধে সৈনিকদের যুদ্ধ নয়। এটি একটি অত্যন্ত প্রস্তুত সেনাবাহিনী এবং নারী ও শিশুদের মধ্যে একটি যুদ্ধ।

এদিকে ইসরায়েলের এই পদক্ষেপের পর তেল আবিবে নিয়োজিত রাষ্ট্রদূতকে দেশে ডেকেছে ব্রাজিল।





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭