ইনসাইড গ্রাউন্ড

তামিম-সাকিবের লড়াই নিয়ে মুখ খুললেন মুশফিক


প্রকাশ: 20/02/2024


Thumbnail

তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যকার তিক্ত সম্পর্ক যেন নতুন মাত্রা যোগ করেছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসর। যেখানে তামিমকে আউটের পর সাকিবের করা উদযাপন, পরক্ষণে সাকিবের আউটের পর তামিমের একই ধরণের উদযাপন, যেন ঘি ঢেলেছে দুজনের তিক্ততার আগুনে।

মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। আলোচনা ও সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দুজনের দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিমকে এ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে কৌতুহলী মুশফিক বলেন ঘটনাটি তার চোখে ধরা পরেনি, ‘সাকিবের আউটের পর তামিমের উদ্যাপন সত্যি কথা আমি দেখিনি। একটা ব্যাটসম্যান আউট হয়েছে, আমি দেখছিলাম ক্যাচটা হয়েছে কি না। এরপর পরবর্তী ব্যাটসম্যান কে আসবে, পরিকল্পনা কী হবে, সেটা নিয়ে ভাবছিলাম। সত্যি কথা, আমি তামিমের উদযাপন দেখিনি। এখন বললেন, তাহলে গিয়ে হাইলাইটস দেখতে হবে।’

ক্রিকেট মাঠে দুজনের দ্বৈরথ নিয়েও কথা বলেন মুশফিক। ঐ ঘটনা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি, ‘এর আগে কি সাকিবের বলে তামিম আউট হয়নি? বা সাকিবের বলে তামিম ছক্কা মারেনি? (হাসি) এটা কিছু না। এটা যদি আপনারা ওভাবে দুজনের বৈরিতা দেখেন, তাহলে হতে পারে। আর যদি না দেখেন, তাহলে ক্রিকেটের একটা নলেজের ব্যাপার)’

পরে সাকিবের বলে তামিমের আউট নিয়ে বিশ্লেষণে মুশফিক বলেন, ‘ওই বলটা যদি খেয়াল করেন, এর আগে যতগুলো বোলার বল করেছে, গ্রিপ পায়নি বা বাড়তি বাউন্স করেনি। সাকিব যে লেংথে করেছে, ওই লেংথটায় বল পড়ে স্কিড করে আসার কথা কিন্তু সেটা পড়ে একটু এক্সট্রা বাইট (বাউন্স) করেছে। তাই তামিম একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল যে পুল মারবে, নাকি ফ্লিক বা গ্ল্যান্স করে ১ রান নেবে। তো সিদ্ধান্তহীনতা আসলে এতটুকুই লাগে একটা ব্যাটসম্যানের। একটা বলই লাগে।’

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই শেষ হয় রংপুর-বরিশালের ম্যাচ। ৩ বল বাকি থাকতে ১ উইকেটের জয় তুলে নেয় রংপুর। এর আগে চলতি আসরে প্রথম দেখায় ঢাকায় ৫ উইকেটের জয় পেয়েছিল তামিমের বরিশাল।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই শেষ হয় রংপুর-বরিশালের ম্যাচ। ৩ বল বাকি থাকতে ১ উইকেটের জয় তুলে নেয় রংপুর। এর আগে চলতি আসরে প্রথম দেখায় ঢাকায় ৫ উইকেটের জয় পেয়েছিল তামিমের বরিশাল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭