ইনসাইড বাংলাদেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি


প্রকাশ: 20/02/2024


Thumbnail

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চলছে ধোয়া-মোছা আর রং-তুলির কাজ।

আগামীকাল মহান ভাষা শহীদদের প্রতি প্রথম প্রহরেই শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাই কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা তিনটা পর্যন্ত শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, পলাশীসহ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ১৩টি সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝুঁকি না থাকলেও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেইসাথে, শ্রদ্ধাঞ্জলি অর্পণের ক্ষেত্রে সবাইকে যথাযথ রুটম্যাপ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭