ইনসাইড গ্রাউন্ড

তামিম ঝড়ে চট্টগ্রামের রানের পাহাড়


প্রকাশ: 20/02/2024


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর প্রায় শেষের পথে। সমীকরণের লড়াই চলছে সমানে সমান। এমন পরিস্থিতিতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

আজকের ম্যাচে জিতলেই প্লে-অফের টিকিট পাওয়ার সম্ভাবনা বেঁচে থাকবে। আর হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার তালিকায় নাম তুলবে যে কোনো এক দল। বাঁচা-মরার লড়াইয়ের এমন সমীকরণে মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলের ৩৯তম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে নেমেছে খুলনা।

যেখানে আগে ব্যাট করে তানজিদ তামিমের ঝোড়ো শতকে খুলনার সামনে রানপাহাড় দাঁড় করিয়েছে শুভাগত হোমের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৯২ রান করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটিতে ক্যারিয়ার সেরা ১১৬ রানের ইনিংস খেলেন চট্টগ্রামের তামিম।

মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম দলপতি শুভাগত হোম। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ তামিম ও মোহাম্মদ ওয়াসিম। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন নাসুম আহমেদ।

ম্যাচের দ্বিতীয় ওভারে নাসুমের ঘূর্ণিতে কাটা পড়েন ওয়াসিম। আউট হওয়ার আগে ১ রান করেন তিনি। পরে ক্রিজে আসেন সৈকত আলী। তবে উইকেটে থিতু হয়েও ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি এ ডানহাতি ব্যাটার।

১৮তম ওভারে জেসন হোল্ডারের বলে মাহমুদুল হাসানের তালুবন্দী হন সৈকত (১৮)। পরে বাইশ গজে আসেন টম ব্রুস। তার সঙ্গে ১১০ রানের বিশাল জুটি গড়েন তামিম।

দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি বিপিএলে নিজের প্রথম শতক তুলে নিয়েছেন তামিম। ৫৮ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন তিনি। আউট হওয়ার আগে ৬৫ বলে ১১৬ করেন বাঁহাতি এ ব্যাটার। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস।

শেষ পর্যন্ত ব্যাট হাতে লড়াই চালিয়ে ৩৬ রানে অপরাজিত ছিলেন টম ব্রুস। এতে চট্টগ্রামের ইনিংস থামে ১৯২ রানে। খুলনার হয়ে একটি করে উইকেট শিকার করেন পার্নেল, নাসুম, হোল্ডার ও মুকিদুল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭