ইনসাইড বাংলাদেশ

পুলিশ হেফাজতে বডি বিল্ডার ফারুকের মৃত্যু: আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ


প্রকাশ: 20/02/2024


Thumbnail

পুলিশ হেফাজতে বডি বিল্ডার ফারুকের মৃত্যুর ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ কথা জানায় মানবাধিকার এই সংস্থাটি।

বিবৃতি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন গণমাধ্যমে ‘পুলিশ হেফাজতে বডিবিল্ডার ফারুকের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। কমিশন অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুতর ও ঘটনাটি সত্য হয়ে থাকলে তা মানবাধিকারের চরম লঙ্ঘন মর্মে কমিশন মনে করে। 

তিনি আরও বলেন, হেফাজতে নির্যাতন/মৃত্যুর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্ণিত ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এ অবস্থায়, উল্লিখিত ঘটনার বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কমিশনের নিকট প্রতিবেদন দাখিলের জন্য সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭