ইনসাইড গ্রাউন্ড

নিয়মরক্ষার ম্যাচে লড়াকু পুঁজি রংপুরের


প্রকাশ: 20/02/2024


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর প্রায় শেষের পথে। সমীকরণের লড়াই চলছে সমানে সমান। এমন পরিস্থিতিতে হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এবারের আসরে আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেলায় ম্যাচটি দুদলের জন্যই স্রেফ নিয়মরক্ষার। তবে শীর্ষস্থান দখলের লড়াইয়ে কেউ যে কাউকে ছেড়ে কথা বলবে না সেটি বলাই বাহুল্য। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। কিন্তু জেমন নিশামের ফিফটিতে লড়াকু পুঁজি পেয়েছে নুরুল হাসানের দল।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৯.৫ ওভারে ১৫০ রানেই গুটিয়ে যায় রংপুর রাইডার্স। এতে কুমিল্লার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৫১ রান।

ইনিংস উদ্বোধনে নামেন রনি তালুকদার ও ব্রেন্ডন কিং। ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত করেন তানভীর ইসলাম। ম্যাচের দ্বিতীয় ওভারেই কিংকে সাজঘরের পথ দেখান তানভীর। আউট হওয়ার আগে ৪ করেন তিনি।

পরে ক্রিজে আসেন সাকিব আল হাসান। তার সঙ্গে জুটি করতে আক্রামণাত্মক ব্যাটিং করছিলেন রনি। তাতেই বিপদ ডেকে আনেন তিনি। ফোর্ডের বলে লেগ বিফরের ফাঁদে (এলবিডব্লিউ) পড়েন এ ডানহাতি। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেও কোনো সুফল পাননি রনি। এতে ১৪ রানেই ফিরতে হয় তাকে।

এরপর বাইশ গজে আসেন শেখ মাহেদী হাসান। থিতু হওয়ার আগে সাজঘরে ফেরে তিনিও (৮)। ব্যাট করতে এসে উইকেট বিলিয়ে দেন রংপুরের অধিনায়ক নুরুল হাসানও (২)।

এরপর শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন রংপুরের ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত লড়াই করে ফিফটি তুলে নেন জেমস নিশাম তার ব্যাটে ভর করেই ১৫০ রানে থামে রংপুরের ইনিংস। কুমিল্লার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেছেন মুশফিক হাসান ও আন্দ্রে রাসেল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭