ইনসাইড গ্রাউন্ড

টি-২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি যাকে উৎসর্গ করলেন তামিম


প্রকাশ: 20/02/2024


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর প্রায় শেষের পথে। সমীকরণের লড়াই চলছে সমানে সমান। এমন পরিস্থিতিতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

আজকের ম্যাচে জিতলেই প্লে-অফের টিকিট পাওয়ার সম্ভাবনা বেঁচে থাকবে। আর হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার তালিকায় নাম তুলবে যে কোনো এক দল। বাঁচা-মরার এমন লড়াইয়ে ঘরের মাঠে খুলনা টাইগার্সের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে দলকে জেতাতে ব্যাট হাতে ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন চট্টগ্রামের ওপেনার তানজিদ তামিম।

সবধরণের টি-২০ ক্রিকেটে এটিই তার প্রথম শতক। সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মাঝে তৃতীয় সর্বোচ্চ স্কোরও এটি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা ম্যাচ হয়েছে আমাদের। সাথে সাথে আমরা প্লে-অফ নিশ্চিত করেছি এটা সবচেয়ে ভালো বিষয়। দলের সবাইর সাথে কথা হয়েছে সবাই এই জয়টা ভাষা শহীদদের উৎসর্গ করেছে। তো আমরা সবাই অনেক খুশি। যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই জয়টা উৎসর্গ করছি।’

নিজের সেঞ্চুরি ভাগ্নেকে উৎসর্গ করেছেন তামিম, ‘আমার ছোট একটা ভাগ্নে আছে। সবসময় ওর সাথে কথা হয়, ম্যাচের আগের দিন মাঠে আসার আগেও। ছয় বললে ছয় দেখায়, আউট বললে আউট দেখায়। আমার সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই।’

ঘরের মাঠে শ্রীলংকা সিরিজের ওয়ানডে দলে থাকলেও টি-২০ দলে ডাক না পাননি তামিম। বিষয়টি নিয়ে তিনি বলেন,‘কখনোই আফসোস করি না। তারা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আমার কাজ রান করা, পারফর্ম করা। আমি সেটাই করে যাব, বাকি সব আল্লাহর ইচ্ছা।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭