ওয়ার্ল্ড ইনসাইড

ইউরোপকে হুথির হুঁশিয়ারি


প্রকাশ: 20/02/2024


Thumbnail

ইয়েমেনের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ আলি হুথি ইউরোপিয়ান ইউনিয়নকে (ইইউ) হুঁশিয়ার করেছে বলেছে, আগুন নিয়ে খেলবেন না। ২৭ দেশের এই জোটটি সম্প্রতী লোহিত সাগরে নৌ সামরিক মিশন শুরু করেছে।

মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) হুথির শীর্ষ নেতা মোহাম্মদ আলি হুথি এই হুঁশিয়ার দেন। 

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের এই শীর্ষ নেতা বলেছেন, ‌‘ব্রিটিশ থেকে শিখে ইউরোপিয়ানদের উচিত আগুন নিয়ে না খেলা। আমেরিকার শয়তানিতে সায় দিয়ে গাজার মানুষের ওপর গণহত্যায় সহায়তা করার কোনো দরকার নেই।’

ইউরোপিয়ান দেশগুলো আনুষ্ঠানিকভাবে লোহিত সাগরে বিশেষ নৌ অভিযানের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার আওতায় লোহিত সাগরে ইউরোপিয়ান যুদ্ধজাহাজ, আকাশযান বছর ব্যাপী পাহারায় থাকবে। লোহিত সাগর ছাড়াও এডেন উপসাগর এলাকাতেও টহল দেবে ইউরোপের জাহাজগুলো।

হুথি বলেছে, ইইউর এই মিশন লোহিত সাগরে সামরিক উত্তেজনা আরো বাড়াবে। আন্তর্জাতিক সমুদ্র ব্যবস্থা আরো বেশি ঝুঁকিতে পড়বে। আর তার ফলে ইউরোপের দেশগুলোতে খাদ্য সামগ্রী সরবরাহেও ব্যাঘাত ঘটবে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭