ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের


প্রকাশ: 21/02/2024


Thumbnail

গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে বিরোধিতা করা হয়েছে রাফাহ’য় ইসরায়েলের স্থল অভিযানেরও।

ঐ খসড়ায় শিগগিরই গাজায় যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানাতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি, জিম্মি মুক্তি ও গাজায় মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে সব বাধা তুলে নেয়ার কথাও রয়েছে খসড়াটিতে।

উল্লেখিত খসড়া প্রস্তাটিতে রাফায় স্থল অভিযান না চালাতে ইসরায়েলকেও করা হয়েছে সতর্ক। এর আগে, চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব পেশ করে পরিষদের বর্তমান আরব সদস্য আলজেরিয়া।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭