ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানে পুনঃনির্বাচন ও নির্বাচন বাতিলের আবেদন, জরিমানা ৫ লাখ


প্রকাশ: 21/02/2024


Thumbnail

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এ নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফসহ (পিটিআই) বিভিন্ন রাজনৈতিক দল। এবার দেশটিতে পুনঃনির্বাচন ও নির্বাচন বাতিলের দাবিতে পিটিশন করায় এক ব্যক্তিকে ৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

পাকিস্তানে পুনঃনির্বাচন ও নির্বাচন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন করেন এক ব্যক্তি। তবে শুনানির সময় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে তাকে ৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, সুপ্রিম কোর্ট বুধবার গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে পিটিশন করেন। আদালত এ পিটিশন নিষ্পত্তি করেছে। পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ পিটিশন নিষ্পত্তি করেন। তিনি ছাড়া বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি আলি মাজহার ও বিচারপতি মুসাররাত হিলালি।

তিন সদস্যের এ বেঞ্চ কারচুপির অভিযোগে নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে ব্রিগেডিয়ার (অব.) আলি খানের আবেদনের শুনানি করেন। তবে শুনানির সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। এজন্য তাকে পাল্টা জরিমানা করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছে দলটি। এ ছাড়া মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন পিটিআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭