ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


প্রকাশ: 21/02/2024


Thumbnail

লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২ টা এক মিনিটে মোমবাতি প্রজ্জলিত করে লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য মিয়া মো: গোলাম ফারুক পিংকু ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান উপস্থিত ছিলেন।

 

পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো: তারেক বিন রশিদসহ জেলা পুলিশের কর্মকর্তারা শহীদ বেদিতে ফুল দেন।

 

এরপর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, লক্ষ্মীপুর প্রেসক্লাব, জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

 

এদিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, র‌্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭