ক্লাব ইনসাইড

একুশের প্রথম প্রহরে ৫২'র ভাষা শহীদদের প্রতি জাবির শ্রদ্ধাঞ্জলি


প্রকাশ: 21/02/2024


Thumbnail

যথাযোগ্য মর্যাদায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পালিত হয়েছে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা মিনিটে উপাচার্য অধ্যাপক . মো: নূরুল আলমের নেতৃত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোঃ মোস্তফা ফিরোজ , উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক . রাশেদা আখতার, রেজিস্ট্রার মোঃ আবু হাসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষগন শহীদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
   
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, মহিলা ক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, অফিসার সমিতি, শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার, প্রশাসন ভবন হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একুশের ভোরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছাত্র-শিক্ষকগণ প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন।

এরপর স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সময় সাভারের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান প্রভাত ফেরিসহ শহীদ মিনারে এসে তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

প্রসঙ্গত, ১৯৫২ সালে আজকের দিনে বাংলা ভাষাকে বাংলার মানুষের মাতৃভাষায় রুপ দিতে আন্দোলনরত ছাত্র সমাজকর্মীদের উপর পশ্চিম পাকিস্তান সরকারের বর্বর পুলিশবাহিনী গুলিবর্ষণ করলে রফিক, জব্বার, সালাম, বরকত, শফিউল-সহ অন্যান্যদের বুকের তাজা রক্তে লাল হয় বাংলার রাজপথ, শহিদ হন বাংলার সূর্য সন্তানরা।

ইতিহাসের পাতায় শুধু ভাষার জন্য আন্দোলন করে নতুন দেশের জন্মের দ্বিতীয় কোনও উদাহরণ খুঁজে পাওয়া সম্ভব নয়। তাই তো এই দিনটি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয় ভাষা শহিদ দিবস হিসেবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭