ক্লাব ইনসাইড

রাবিতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


প্রকাশ: 21/02/2024


Thumbnail

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয়  অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক ও রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান প্রমূখ।

এছাড়া ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ, হল, সামাজিক, স্বেচ্ছাসেবী, রাজনৈতিক, সাংবাদিক সংগঠন সহ কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সকাল ১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে শিশু চিত্রাঙ্কন ও হস্তলিপি প্রতিযোগিতার উদ্বোধন করেন রাবি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এদিকে কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বর মুক্তমঞ্চে বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এতে জোটভুক্ত সাত সংগঠনের প্রযোজনায় কবিতা আবৃত্তি, গান ও নাটক মঞ্চস্থ হয়েছে। এছাড়াও টিএসিসির আয়োজনে শহিদ বুদ্ধিজীবী চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭