ওয়ার্ল্ড ইনসাইড

ইসরায়েলিদের ওপর আরও নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র


প্রকাশ: 22/02/2024


Thumbnail

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। বুধবার (২১ ফেব্রুয়ারি) একজন মার্কিন কর্মকর্তা এবং এ বিষয় সংশ্লিষ্ট আরেক কর্মকর্তার এসব তথ্য জানিয়েছে।

এবার বেশ কয়েকজন উগ্র ইসরায়েলিকে নিশানা করে নিষেধাজ্ঞা দেবে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে উচ্চ পদস্থ ইসরায়েলির নাম যুক্ত করা হবে। তবে এবার কোনো সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে না।

এ ছাড়া পর্যায়ক্রমে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুতি হিসেবে ইসরায়েলিদের নাম সংগ্রহ করছে বাইডেন প্রশাসন। এর মানে হলো দ্বিতীয় দফার ইসরায়েলের ওপর আরও নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। গাজা ছাড়াও এই পশ্চিম তীর ও জেরুজালেম নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেন ফিলিস্তিনিরা।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার মাত্রাও বেড়ে যায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ৭ অক্টোবরের পর গত প্রায় চার মাসে পশ্চিম তীরে ৩৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের দায়ী করা হয়।

এমন পরিস্থিতিতে গত ১ ফেব্রুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে চার ইসরায়েলি বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন-ডেভিড শাই চাসদাই (২৯), ইনোন লেভি (৩১), ইনান তানজিল (২১) এবং শালোম জিচেরমান (৩২)।

যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলে সেখানে প্রবেশ এবং কোনো সম্পদ কিনতে পারবেন না এই চার ইসরায়েলি। যতদিন নিষেধাজ্ঞা থাকবে ততদিন কোনো মার্কিন নাগরিকের সঙ্গে লেনদেন করতে পারবেন না তারা।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭