কালার ইনসাইড

পরীমনির মামলার বিচার চলবে


প্রকাশ: 23/02/2024


Thumbnail

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির (শামসুন্নাহার স্মৃতি) বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলবে বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আইনজীবীরা জানান, গরমিল থাকায় অ্যালকোহল সংরক্ষণের অভিযোগ বাদ দিয়ে আইস ও এলএসডির বিষয়ে নতুন করে অভিযোগ গঠন করতে বলেছেন আদালত।

এর আগে, গত মঙ্গলবার (২০ ফেব্রয়ারি) পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা চলবে কি না এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজ ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালে রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭