ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র


প্রকাশ: 23/02/2024


Thumbnail

বিগত নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছুটা মতপার্থক্য থাকলেও দুই দেশ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই আগ্রহ প্রকাশ করেছেন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী রোববার ঢাকায় আসছে। গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে এ তথ্য জানা গেছে।

নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছিল নির্বাচনের পর বিভিন্ন স্তরে দুই দেশের মধ্যে সফর বিনিময় শুরু হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের ঢাকা সফরটি হচ্ছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ চতুর্থবার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র নির্বাচনের বিষয়টিকে সেভাবে আর সামনে রাখছে না। ওয়াশিংটন থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সফর ‘নির্বাচন–পরবর্তী বোঝাপড়ার’ প্রতিফলন। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যখন নির্বাচনের ইস্যুটি খানিকটা সরিয়ে রেখে বোঝাপড়া করতে চায়, বাংলাদেশের তাতে সম্মতি দেওয়াটা সমীচীন মনে করছেন কূটনীতিকেরা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সূত্রগুলো বলছে, নির্বাচনের পর দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশেরও আগ্রহ রয়েছে। জো বাইডেনের চিঠি এবং ঢাকায় উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর ওয়াশিংটনের নানা মহলে বাংলাদেশের যোগাযোগের ফসল। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে নির্বাচনের বেশ আগে থেকে শ্রম অধিকারসহ মানবাধিকার, সুশাসন, মতপ্রকাশের স্বাধীনতার মতো বিষয়গুলো সামনে এনেছে যুক্তরাষ্ট্র। সামনের দিনগুলোতে ব্যবসা-বাণিজ্য, নিরাপত্তা, প্রতিরক্ষা, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় কৌশল, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর পাশাপাশি মানবাধিকার ও সুশাসনের বিষয়গুলোও থাকবে।

জানা যায়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখার। সঙ্গে থাকবেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহকারী প্রশাসক মাইকেল শিফার।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের খসড়া সূচি অনুযায়ী, এইলিন লুবাখার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আগামী রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক আলোচনা করবেন। একই দিন বিকেলে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে দেখা করবেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের দুই সদস্য আফরিন আক্তার ও মাইকেল শিফার আগামীকাল শ্রমিকনেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন। নির্বাচনের পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রথম উচ্চপর্যায়ের সফরে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হতে পারে।

এছাড়াও মিয়ানমারের চলমান সংঘাতের মাত্রা বেড়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ কর্মকর্তা এ নিয়ে আলোচনা করতে পারেন। বাংলাদেশের গুরুত্ব শুধু অর্থনীতির কারণে নয়, ভূরাজনৈতিক অবস্থানের কারণেও। ফলে বিষয়টি বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭