ইনসাইড এডুকেশন

জাবির 'A' ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৪%


প্রকাশ: 23/02/2024


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘A’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমেদ জানান, এই ইউনিটে নির্ধারিত আসনের ১০ গুণ বেশি সংখ্যক পরীক্ষার্থীর মেধাতালিকা ফলাফলে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ইউনিটে ৪৪৬টি আসনের বিপরীতে আবেদন করেছে মোট ৫০ হাজার ৪১৬ জন ভর্তিচ্ছু। সর্বমোট পরীক্ষা দিয়েছে প্রায় ৪০ হাজার ৭৯৫ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৭৯ দশমিক ১৪ শতাংশ। ছাত্রদের পাশের হার ৬২ শতাংশ ছাত্রীদের পাশের হার ৬৬ শতাংশ। সে হিসেবে সর্বমোট পাশের হার ৬৪ শতাংশ।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফলসহ বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (ju-admission.org) এর আগ গতকাল বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) ৬টি শিফটেইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭