ইনসাইড গ্রাউন্ড

প্লে-অফে উঠতে বরিশালের সামনে সহজ লক্ষ্য


প্রকাশ: 23/02/2024


Thumbnail

প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সব মিলিয়ে বাকি মাত্র ৬টি ম্যাচ। গ্রুপ পর্বের খেলায় সিলেট, ঢাকা ও চট্টগ্রাম অধ্যায় শেষ করে আবারও ঢাকায় ফিরছে এবারের আসর। শেষ চারের লড়াই শুরু হতে বাকি মাত্র ২টি ম্যাচ। আর সেই শেষ দুই ম্যাচে ঝুলছে খুলনা ও বরিশালের ভাগ্য।

এমন সমীকরণের সামনে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে প্লে-অফে ওঠার লড়াইয়ে শুরুতেই বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্পেই থেমেছে লিটন দাসরা। এতে প্লে-অফে উঠতে সহজ লক্ষ্য টপকাতে হবে তামিম ইকবালের দলকে।

হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এতে বরিশালের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৪১ রান।

শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল দলপতি তামিম ইকবাল। এতে আগে ব্যাট করে কুমিল্লা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও সুনীল নারিন। শুরুতে রয়েসয়ে খেললেও দ্রুতই ভয়ানক হয়ে ওঠেন নারিন।

ম্যাচের চতুর্থ ওভারের শেষ বলে ম্যাককয়ের স্লোয়ারে সৌম্যের তালুবন্দী হন নারিন। এতে আউট হওয়ার আগে ১৬ করেন এ ক্যারিবীয় ব্যাটার।

পরে ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। তাকে সঙ্গ দেওয়ার আগেই উইকেট বিলিয়ে দেন লিটন। সপ্তম ওভারের দ্বিতীয় বলেই তাইজুলের ঘূর্ণিতে বোল্ড হন তিনি।

ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মাহিদুল ইসলামও। ছয় বল খেলে মাত্র ১ রানেই সাজঘরে ফেরেন। দলীয় ফিফটি পূরণের আগেই তিন টপ অর্ডারকে হারিয়ে কিছুটা পিছিয়ে পড়ে কুমিল্লা।

তবে সেই চাপ সামলে মঈন আলীর সঙ্গে জুটি গড়েন হৃদয়। তাদের দুজনের ব্যাট থেকে আসে ৩৬ রান। তবে হৃদয়ের (২৫) বিদায়ে ভেঙে যায় তাদের জুটি। এরপর ফেরেন মঈনও (১৪)। তাকে সাজঘরে ফেরান আকিফ জাভেদ।

আহামরি কিছু করতে পারেননি রাসেলও (১৪)। তবে ব্যাট হাতে শেষ পর্যন্ত লড়াই করে দলকে লড়াকু পুঁজে এনে দিয়েছেন জাকের আলী। তার ৩২ রানে ভর করেই ১৪০ রান সংগ্রহ করেছে কুমিল্লা।

বরিশালের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সাইফউদ্দিন ও ম্যাককয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭