ইনসাইড গ্রাউন্ড

বিপিএলের প্লে-অফ নিশ্চিত চার দলের, দর্শকদের জন্য দুঃসংবাদ


প্রকাশ: 24/02/2024


Thumbnail

প্রায় শেষের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সব মিলিয়ে আর মাত্র বাকি ৪টি ম্যাচ। সিলেট, ঢাকা ও চট্টগ্রাম অধ্যায় শেষ করে আবারও ঢাকায় ফিরেই শেষ হয়েছে রাউন্ড রবিন লিগের খেলা। সেই সাথে চূড়ান্ত হয়েছে এবারের আসরের প্লে-অফের চার দল।

রাউন্ড রবিন লিগ শেষ হওয়ায় তিন দিনের বিরতি শেষে আগামী ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটরের ম্যাচ দিয়ে পুনরায় মাঠে  গড়াবে বিপিএল। শবে বরাতের কারণে পরিবর্তিত সূচিতে খেলা হবে এ পর্বের খেলা।

১২টি করে ম্যাচ খেলে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষে থেকে রংপুর, ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা এবং ৭টি করে জয়ে ১৪ করে পয়েন্ট নিয়ে বরিশাল ও চট্টগ্রাম ইতোমধ্যেই নিশ্চিত করেছে তাদের প্লে-অফ। প্লে-অফের লড়াইয়ের প্রস্তুতি নিতে সব দলের মধ্যে চলছে পরিকল্পনা।

তবে টুর্নামেন্টের প্লে-অফের সব হাইভোল্টেজ ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছেন দর্শকরা। কারণ প্লে-অফের পূর্বেই টিকিটের দাম বাড়িয়েছে টুর্নামেন্ট আয়োজকরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্লে-অফের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেখানে দেখা যাচ্ছে, রাউন্ড রবিন লিগে ইস্টার্ন স্ট্যান্ডের যে টিকিটের দাম ছিল ২০০ টাকা, প্লে-অফে সেটি করা হয়েছে ৩০০ টাকা। এছাড়াও নর্থ এবং সাউথ স্ট্যান্ডের ৪০০ টাকার টিকিটের দাম বেড়ে হয়েছে ৫০০ টাকা।

তবে ক্লাব হাউজের টিকিটের দাম ৮০০ টাকাই থাকছে। দাম অপরিবর্তিত আছে ভিআইপি স্ট্যান্ড এবং গ্র্যান্ড স্ট্যান্ডেরও। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২৫০০ টাকা আর ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বুথ ছাড়াও টিকিট পাওয়া যাবে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। টিকিট বিক্রি চলবে ম্যাচের দিন ও তার আগের দিন। আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) থেকে টিকিট বিক্রি শুরু হবে। যা পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া টিকিট কেনা যাবে অনলাইনেও।

আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচ ও সন্ধ্যা ৭টায় হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তবে এখনো প্লে-অফের সূচি জানা যায়নি। আজ রাউন্ড রবিন লিগের শেষ দুটি ম্যাচ শেষে প্লে-অফের সূচি ঘোষণা করা হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭