ইনসাইড গ্রাউন্ড

বিসিবির নতুন নির্বাচক প্যানেলের সাথে টাইগারদের কোচের সাক্ষাৎ


প্রকাশ: 24/02/2024


Thumbnail

আগামী ৪ মার্চ থেকে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবির সদ্য গঠিত নির্বাচক প্যানেলের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন হাথুরুসিংহে। মিরপুরে বিপিএলের লিগ পর্বের শেষ দিনের খেলা কিছু সময় দেখেছেন তিনি। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচক প্যানেলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে তার।

হাথুরুসিংহে ছুটিতে থাকা অবস্থায়ই চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের নতুন নির্বাচক প্যানেল। বিসিবির সিদ্ধান্ত নিয়ে অবশ্য অবগত ছিলেন তিনি। 

প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর স্থলাভিষিক্ত হয়েছেন আরেক সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। নির্বাচক প্যানেলে আরেক নতুন মুখ হান্নান সরকার। পুরোনো প্যানেল থেকে রয়ে গেছেন আবদুর রাজ্জাক।

এদিন তিনজনের সঙ্গেই হাথুরুসিংহের আলাপ হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো দায়িত্ব নেয়নি নতুন নির্বাচক প্যানেল। ১লা মার্চ পর্যন্ত দায়িত্ব থাকছে আগের কমিটির হাতে। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু না করলেও দল নিয়ে এখন থেকেই আলাপ-আলোচনা করছে গাজী আশরাফের নেতৃত্বাধীন নতুন কমিটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭