ইনসাইড ক্যারিয়ার

৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আজই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/04/2018


Thumbnail

৩৯তম বিশেষ বিসিএসের (চিকিৎসকদের জন্য) বিজ্ঞপ্তি আজ রোববার প্রকাশ করা হবে। আজ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ কথা বলেন। 

সভাপতির বক্তব্যে সাদিক আরও বলেন, আলোকিত কর্মী বাহিনী তৈরিতে কাজ করছে পিএসসি । আর সেই আলোকিত কর্মী বাহিনী বাংলাদেশকে বদলে দিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, পিএসসি বঙ্গবন্ধুর হাতে তৈরি একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে।

৩৯তম বিশেষ বিসিএসে এমসিকিউ ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

বাংলা ইনসাইডার/এএফ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭