ইনসাইড বাংলাদেশ

‘অবমাননাকর বক্তব্যের’ জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী


প্রকাশ: 25/02/2024


Thumbnail

প্রধান বিচারপতির 'কিছু অবমাননাকর বক্তব্য' দিয়ে চিঠি লেখায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আপিল বিভাগের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।  তাঁরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য।

রোববার(২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে লিখিতভাবে এই দুই আইনজীবী নিঃশর্ত ক্ষমা চান।  আদালত আগামী ১৮ মার্চ আদেশের জন্য তারিখ রেখেছেন।

নিঃশর্ত ক্ষমা প্রার্থনাকারী দুই আইনজীবী হলেন মোহাম্মদ মহসীন রশিদ ও শাহ আহমেদ বাদল। 

প্রধান বিচারপতির কাছে চিঠি দেওয়ায় মহসিন রশিদ ও শাহ আহমেদ বাদলকে আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা দিয়ে করা আগের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন আপিল বিভাগ।

আদালতে মহসিন ও বাদলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

সমন আদেশে প্রধান বিচারপতি বলেন, 'চিঠিতে এমন কিছু অবমাননাকর বক্তব্য রয়েছে, যা প্রাথমিকভাবে রাষ্ট্রবিরোধী এবং সামগ্রিকভাবে বিচার বিভাগের মর্যাদা, অবস্থান ও মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে প্রতীয়মান হয়েছে।

আইনজীবীরা তাদের আদালত বয়কট কর্মসূচি সম্পর্কে অবহিত করতে প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য গত ১ জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে চিঠি জমা দেন আইনজীবীরা।

গত ২ জানুয়ারি প্রধান বিচারপতির কাছে চিঠিটি দেওয়া হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭